কলকাতা সংবাদদাতা
গত কয়েক দিনের তীব্র দাবদাহ থেকে সাময়িক মুক্ত পশ্চিমবঙ্গ। আজ সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রাজ্যের আকাশ। ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম। রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই সুখ সময় খুব বেশি দিন থাকবে না। দুদিন পর বুধবার থেকেই আবারও শুরু হবে তাপপ্রবাহ।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ফলে কলকাতায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তাপপ্রবাহ খুব একটা থাকবে না। এ ছাড়া উত্তরবঙ্গের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিপাত চলবে সোম ও মঙ্গলবার। তবে বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হবে তাপপ্রবাহ।
নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা বায়ু ঢুকবে আগামী শুক্রবার। ঘূর্ণাবর্ত আছে বাংলাদেশ, গালফ অব মান্নার ও অসম সংলগ্ন এলাকায়। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের ৯ জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। বুধবার থেকে আবারও বাড়বে গরম। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
আগামী বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের আশঙ্কা। মূলত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে লু হাওয়া বইতে পারে।
গত কয়েক দিনের তীব্র দাবদাহ থেকে সাময়িক মুক্ত পশ্চিমবঙ্গ। আজ সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রাজ্যের আকাশ। ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম। রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই সুখ সময় খুব বেশি দিন থাকবে না। দুদিন পর বুধবার থেকেই আবারও শুরু হবে তাপপ্রবাহ।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ফলে কলকাতায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তাপপ্রবাহ খুব একটা থাকবে না। এ ছাড়া উত্তরবঙ্গের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিপাত চলবে সোম ও মঙ্গলবার। তবে বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হবে তাপপ্রবাহ।
নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা বায়ু ঢুকবে আগামী শুক্রবার। ঘূর্ণাবর্ত আছে বাংলাদেশ, গালফ অব মান্নার ও অসম সংলগ্ন এলাকায়। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের ৯ জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। বুধবার থেকে আবারও বাড়বে গরম। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
আগামী বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের আশঙ্কা। মূলত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে লু হাওয়া বইতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১২ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১২ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১২ ঘণ্টা আগে