Ajker Patrika

বিজেপিকে না তাড়ানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে: মমতা

কলকাতা প্রতিনিধি
বিজেপিকে না তাড়ানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে: মমতা

বিরোধী দলগুলোর সমন্বয়ের মাধ্যমে ভারতের শাসক দল বিজেপিকে পরাস্ত করার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলে নেত্রী মমতা বন্দোপাধ্যায়। দেশজুডে় ভার্চুয়াল সভার মাধ্যমে ফের মমতার শ্লোগান 'খেলা হবে'। আজ বুধবার মমতা ভাষণ দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

১৯৯৩ সালের ২১ জুলাই বামফ্রন্টের শাসন কালে ১৩ জন কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তাই দিনটিকে স্মরণ করে রাজ্য যুব কংগ্রেসের সাবেক সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় প্রতি বছরই দিনটি পালন করেন। করোনার কারণে এবারও প্রকাশ্য জনসভা করেনি তৃণমূল। তবে ভার্চুয়াল সভার মাধ্যমেই বিজেপিকে চ্যালেঞ্জ জানান মমতা। পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর পর এবার দিল্লি থেকেও বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন তিনি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কংগ্রেস নেতা পি চিদাম্বরম ও দিগ্বীজয় সিং, এনসিপি নেতা শারদ পাওয়ার-সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন।

বিজেপিকে হারাতে এখন থেকেই পরিকল্পনার কথা বলেন মমতা। ধন্যবাদ জানান বিভিন্ন দলের নেতৃত্বকে। সেইসঙ্গে ২০২৪-কে সামনে রেখে এখন থেকেই রাজ্যে রাজ্যে প্রস্তুতির ডাক দেন তিনি।

মমতা বলেন, ‘খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা দিবস পালিত হবে।’

উল্লেখ্য, ‘খেলা হবে’ ছিল এবারের ভোটে তৃণমূলের জনপ্রিয় শ্লোগান।

এদিন কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। তাঁর কথায়, ‘করোনার থেকেও বড় ভাইরাস বিজেপি। দেশে গুলি আর গালির রাজনীতি চলছে। ওরা নৃশংস, শান্তিতে কাউকে বাঁচতে দেবে না।’

ফোনে আড়িপাতা নিয়েও মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন মমতা। শ্লোগান তোলেন, ‘পেগাসাস পেগাসাস, ফেরোসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস।’

তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি সরকার তাঁদের শহিদ দিবস পালন করতে দেয়নি। বিজেপির গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতারা।

দলের সহ-সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘বিজেপির ভয় দেখানোর কৌশলে আমরা মাথা নত করব না। এবার দিল্লিতে বর্তমান স্বৈরাচারী শাসকদের ছুড়ে ফেলার সময় এসেছে।

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বলেন, ‘আগেও জাতীয় স্তরে নেতৃত্বদানের চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সফল হয়নি।’ এদিন দিল্লির রাজঘাটে ধর্ণায় বসেছিলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, ‘হিংসায় বাম আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল। মমতা শহিদ দিবস করছেন যুব কংগ্রেসের কর্মীদের মৃত্যুর প্রতিবাদে, অথচ আমাদের কর্মীদের রোজ খুন করা হচ্ছে বাংলায়।’

এবারই প্রথম ‘২১শে জুলাই’ পালন করলো বিজেপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত