অনলাইন ডেস্ক
চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন।
এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য।
কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন।
বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’
চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন।
এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য।
কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন।
বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪১ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে