Ajker Patrika

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিলেন নিতীশ কুমার

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১: ০২
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিলেন নিতীশ কুমার

মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিয়ে রেকর্ড গড়েছেন নিতীশ কুমার। তিনি গতকাল বুধবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজ্যটির রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। 

এনডিটিভি জানিয়েছে, নিতীশের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ সাতটি দল মিলে গঠন করেছে ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। এই মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার।

রাজ্য গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এ বিষয়ে অবগত।’ 

তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরের কার্যালয়ে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী এবং তাঁর ভাই তেজ প্রতাপকেও। 

শপথগ্রহণের পর নিতীশ বলেন, ‘আমি ২০২০ সালের ফলালের পরে আর মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু আমাকে চাপের মধ্যে রাখা হয়েছিল।’ 

এদিকে বিজেপি অভিযোগ করে বলেছে, নিতীশ জনগণকে হতাশ করেছেন এবং তাদের ম্যান্ডেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ বৃহস্পতিবার পাটনায় দলটি বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এরপর তারা জেলাগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে দেবে বলে জানিয়েছে। রাজ্য বিজেপির প্রধান ড. সঞ্জয় জয়সওয়াল বলেছেন, ‘বিহারের মানুষ নিতীশ কুমারকে কখনোই ক্ষমা করবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত