অনলাইন ডেস্ক
ভারতের ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে টহলের সময় এনএলএফটির অতর্কিত হামলায় বিএসএফের দুই জওয়ান নিহত হন। খবর এনডিটিভির।
বিএসএফ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ত্রিপুরার ঢালাই জেলার সীমান্তে হামলা চালানো হয়। নিহত দুজনের মধ্যে বিএসএফের একজন উপপরিদর্শক রয়েছেন। হামলার পর চাওমানু পুলিশ স্টেশনের আওতাধীন আর সি নাথ সীমান্ত চৌরি কাছে এনএলএফটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়।
রাজধানী আগরতলা থেকে ঢালাই জেলা প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেলাটির উত্তর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, বিএসএফের উপপরিদর্শক ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার হামলায় মারাত্মক আহত হন এবং তাঁদের মৃত্যু হয়।
বিএসএফের মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থলে রক্তের দাগ থেকে ধারণা করা হচ্ছে সংঘর্ষে হামলাকারীরাও আহত হয়েছেন। হামলায় বিএসএফের যে দুজন নিহত হয়েছেন তাঁরা আহত হওয়ার আগ পর্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করে গেছেন। হামলাকারীদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
হামলাকারীরা দুই জওয়ানের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালায় বলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) একটি নিষিদ্ধ সংগঠন।
ভারতের ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের কাছে টহলের সময় এনএলএফটির অতর্কিত হামলায় বিএসএফের দুই জওয়ান নিহত হন। খবর এনডিটিভির।
বিএসএফ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ত্রিপুরার ঢালাই জেলার সীমান্তে হামলা চালানো হয়। নিহত দুজনের মধ্যে বিএসএফের একজন উপপরিদর্শক রয়েছেন। হামলার পর চাওমানু পুলিশ স্টেশনের আওতাধীন আর সি নাথ সীমান্ত চৌরি কাছে এনএলএফটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়।
রাজধানী আগরতলা থেকে ঢালাই জেলা প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেলাটির উত্তর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, বিএসএফের উপপরিদর্শক ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমার হামলায় মারাত্মক আহত হন এবং তাঁদের মৃত্যু হয়।
বিএসএফের মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থলে রক্তের দাগ থেকে ধারণা করা হচ্ছে সংঘর্ষে হামলাকারীরাও আহত হয়েছেন। হামলায় বিএসএফের যে দুজন নিহত হয়েছেন তাঁরা আহত হওয়ার আগ পর্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করে গেছেন। হামলাকারীদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
হামলাকারীরা দুই জওয়ানের অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালায় বলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) একটি নিষিদ্ধ সংগঠন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১২ ঘণ্টা আগে