অনলাইন ডেস্ক
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি দেশের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত কেবলমাত্র হিন্দুদের দেশ নয় আবার কেবলমাত্র মুসলিমদের দেশও নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে অমর্ত্য রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি। এরপর প্রতীচি ট্রাস্ট আয়োজিত ‘ব্যাক টু স্কুল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনার শুরুতেই তিনি ভারতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ইতিহাসের কথা তুলে ধরেন।
অমর্ত্য সেন বলেন, ‘জনগণকে ঐক্য বজায় রাখতে হবে। ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়।’
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। ঐতিহাসিকভাবে উদারপন্থী দেশে আমি বিভাজন চাই না। আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘ভারতের সহিষ্ণুতার ইতিহাস রয়েছে। জিউস, খ্রিষ্টানসহ অনেকেই ভারতে এসেছেন। আমরা তখন সহিষ্ণু ছিলাম, তাই আমাদের সহিষ্ণুতার ইতিহাস আছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনিতা রামপাল, জিন ড্রিজ, কে শ্রীনাথ রেড্ডি ও একে শিবকুমার।
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি দেশের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত কেবলমাত্র হিন্দুদের দেশ নয় আবার কেবলমাত্র মুসলিমদের দেশও নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে অমর্ত্য রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি। এরপর প্রতীচি ট্রাস্ট আয়োজিত ‘ব্যাক টু স্কুল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনার শুরুতেই তিনি ভারতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ইতিহাসের কথা তুলে ধরেন।
অমর্ত্য সেন বলেন, ‘জনগণকে ঐক্য বজায় রাখতে হবে। ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়।’
ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। ঐতিহাসিকভাবে উদারপন্থী দেশে আমি বিভাজন চাই না। আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘ভারতের সহিষ্ণুতার ইতিহাস রয়েছে। জিউস, খ্রিষ্টানসহ অনেকেই ভারতে এসেছেন। আমরা তখন সহিষ্ণু ছিলাম, তাই আমাদের সহিষ্ণুতার ইতিহাস আছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনিতা রামপাল, জিন ড্রিজ, কে শ্রীনাথ রেড্ডি ও একে শিবকুমার।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে