ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়: অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি দেশের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত কেবলমাত্র হিন্দুদের দেশ নয় আবার কেবলমাত্র মুসলিমদের দেশও নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

গতকাল বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে অমর্ত্য রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন তিনি। এরপর প্রতীচি ট্রাস্ট আয়োজিত ‘ব্যাক টু স্কুল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনার শুরুতেই তিনি ভারতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ইতিহাসের কথা তুলে ধরেন। 

অমর্ত্য সেন বলেন, ‘জনগণকে ঐক্য বজায় রাখতে হবে। ধর্মের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়।’ 

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। ঐতিহাসিকভাবে উদারপন্থী দেশে আমি বিভাজন চাই না। আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে।’ 

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘ভারতের সহিষ্ণুতার ইতিহাস রয়েছে। জিউস, খ্রিষ্টানসহ অনেকেই ভারতে এসেছেন। আমরা তখন সহিষ্ণু ছিলাম, তাই আমাদের সহিষ্ণুতার ইতিহাস আছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনিতা রামপাল, জিন ড্রিজ, কে শ্রীনাথ রেড্ডি ও একে শিবকুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত