অনলাইন ডেস্ক
কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যের (এমএসপি) আইনি স্বীকৃতির দাবিতে কৃষকদের দুই দিনের বিক্ষোভের পর তাদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার কৃষকদের সংগঠনের সঙ্গে ভারতের কয়েকজন মন্ত্রী বৈঠক করবেন বলে জানিয়েছেন কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দিল্লি অভিমুখে ‘দিল্লি চলো’ আন্দোলনে নামেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করেছেন। গত মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল।
আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে আলোচনায় বসবে করবেন কৃষকদের ইউনিয়ন।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে সারওয়ান সিং পান্ধের বলেন, ‘আমরা সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, সমাধান পাওয়া যাবে।’
চলতি মাসে এটি হবে কৃষকদের ইউনিয়ন এবং সরকারের মধ্যে তৃতীয় বৈঠক। কৃষকদের দাবিকৃত ফসলের মূল্য নিশ্চিতের ব্যাপারে এর আগের বৈঠকগুলো ফলপ্রসূ হয়নি। এ কারণেই, ‘দিল্লি চলো’ আন্দোলনে নামেন ভারতের কৃষকেরা।
পান্ধের বলেন, এবারের আলোচনাও ব্যর্থ হলে কৃষকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেওয়া উচিত। শুধু কাঁদানে গ্যাস নয়, রাজধানী দিল্লিতে কৃষকদের প্রবেশ ঠেকাতে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে ব্যারিকেড স্থাপন করেছিল পুলিশ। কৃষকদের মিছিল থামাতে দাঙ্গা পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়।
পুলিশের এই আগ্রাসী আচরণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার পাঞ্জাবের বিভিন্ন অংশে চার ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কৃষকদের বেশ কয়েকটি সংগঠন।
প্রায় দুই বছর আগেও কৃষকেরা এ রকম বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদির সরকার তখন কৃষি সংক্রান্ত কয়েকটি আইন বাতিলের সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে, কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য নিশ্চিতের একটা উপায় খুঁজে বের করা হবে।
ভারতের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতে ঘটল এই কৃষক আন্দোলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার আশা করছেন সেখানে কৃষকদের বেশ বড় একটা ভোটব্যাংক তিনি হাতছাড়া করতে চাইবেন না। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ক্ষমতায় গেলে কৃষকদের দাবি বাস্তবায়ন করবে তার দল।
কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যের (এমএসপি) আইনি স্বীকৃতির দাবিতে কৃষকদের দুই দিনের বিক্ষোভের পর তাদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার কৃষকদের সংগঠনের সঙ্গে ভারতের কয়েকজন মন্ত্রী বৈঠক করবেন বলে জানিয়েছেন কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দিল্লি অভিমুখে ‘দিল্লি চলো’ আন্দোলনে নামেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করেছেন। গত মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল।
আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে আলোচনায় বসবে করবেন কৃষকদের ইউনিয়ন।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে সারওয়ান সিং পান্ধের বলেন, ‘আমরা সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, সমাধান পাওয়া যাবে।’
চলতি মাসে এটি হবে কৃষকদের ইউনিয়ন এবং সরকারের মধ্যে তৃতীয় বৈঠক। কৃষকদের দাবিকৃত ফসলের মূল্য নিশ্চিতের ব্যাপারে এর আগের বৈঠকগুলো ফলপ্রসূ হয়নি। এ কারণেই, ‘দিল্লি চলো’ আন্দোলনে নামেন ভারতের কৃষকেরা।
পান্ধের বলেন, এবারের আলোচনাও ব্যর্থ হলে কৃষকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেওয়া উচিত। শুধু কাঁদানে গ্যাস নয়, রাজধানী দিল্লিতে কৃষকদের প্রবেশ ঠেকাতে দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে ব্যারিকেড স্থাপন করেছিল পুলিশ। কৃষকদের মিছিল থামাতে দাঙ্গা পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়।
পুলিশের এই আগ্রাসী আচরণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার পাঞ্জাবের বিভিন্ন অংশে চার ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কৃষকদের বেশ কয়েকটি সংগঠন।
প্রায় দুই বছর আগেও কৃষকেরা এ রকম বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদির সরকার তখন কৃষি সংক্রান্ত কয়েকটি আইন বাতিলের সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে, কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য নিশ্চিতের একটা উপায় খুঁজে বের করা হবে।
ভারতের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতে ঘটল এই কৃষক আন্দোলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার আশা করছেন সেখানে কৃষকদের বেশ বড় একটা ভোটব্যাংক তিনি হাতছাড়া করতে চাইবেন না। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ক্ষমতায় গেলে কৃষকদের দাবি বাস্তবায়ন করবে তার দল।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব গ্রহণের পর চীন সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প চীন সফরের বিষয়ে তাঁর উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করেছেন। তবে চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে প্রেসিডেন্
১ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার কোম্পানি বর্তমানে একাধিক সমস্যার মধ্যে পড়েছে; বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক, বিপুল বকেয়া পাওনা এবং অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি কঠিন অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে আটক ব্যক্তির আইনজীবী ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে পুলিশের দাবিকে চ্যালেঞ্জ করেছেন।
৪ ঘণ্টা আগে