অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব গ্রহণের পর চীন সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প চীন সফরের বিষয়ে তাঁর উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করেছেন। তবে চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে প্রেসিডেন্
৩৫ মিনিট আগেভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার কোম্পানি বর্তমানে একাধিক সমস্যার মধ্যে পড়েছে; বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক, বিপুল বকেয়া পাওনা এবং অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি কঠিন অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে আটক ব্যক্তির আইনজীবী ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে পুলিশের দাবিকে চ্যালেঞ্জ করেছেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র তাদের প্রধান থার্মো-নিউক্লিয়ার বা তাপ-পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শেষ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রশাসক জিল হ্রুবি জানিয়েছেন, বি৬১-১২ মডেলের নতুন সংস্করণের পারমাণবিক বোমা ইউরোপের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস
৯ ঘণ্টা আগে