অনলাইন ডেস্ক
চলতি বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার একজন ক্রুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেলে থাকা কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের বান্ধবী কাজল খত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো কাজলকে ‘লেডি ডন’ হিসেবে চিহ্নিত করেছে।
কাজল খত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারিতে দিল্লির নয়ডা এলাকার একটি জিম থেকে বেরিয়ে এসেছিলেন এয়ার ইন্ডিয়ার ক্রু ৩০ বছর বয়সী সুরজ মান। পরে ধাওয়া করে তাঁকে তাঁর গাড়ির ভেতরেই গুলি করে হত্যা করা হয়। খুনিরা বাইকে করে এসে সুরজকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন লেডি ডন কাজল খত্রী।
এনডিটিভি জানিয়েছে, জেলে থাকা গ্যাংস্টার কপিল মান-এর নির্দেশেই তাঁর প্রেমিকা কাজল সুরজ মানকে খুন করার পরিকল্পনা করেছিলেন। নিহত সুরজ মান ছিলেন অপর গ্যাংস্টার পারভেশ মানের ভাই। পারভেশ মানও এখন দিল্লির মান্ডোলি জেলে বন্দী।
জানা গেছে, কাজল খত্রী শুটার পাঠিয়ে সূরজ মানকে হত্যা করেছেন। ‘লেডি ডন’ হিসেবে পরিচিত কাজল নয়ডা এবং দিল্লি পুলিশের কাছে ওয়ান্টেড ছিলেন। এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত ১৯ জানুয়ারি এয়ার ইন্ডিয়ায় কাজ করা সুরজ মানকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছিল। এই হত্যার তদন্ত করতে গিয়ে জানা যায়, কাজল খত্ৰী নামে এক নারী ডন দুই শুটারকে ভাড়া করেছিলেন।
কাজলের প্রেমিক কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের সঙ্গে অপর গ্যাংস্টার পারভেশ মানের চলমান শত্রুতার জেরেই পারভেশের ভাই সুরজকে হত্যা করা হয়। কপিল মান জেলে থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য কাজলকে দায়িত্ব দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাজল নিজেকে জেলে থাকা গ্যাংস্টার কপিল মানের স্ত্রী বলে দাবি করেছেন। কারাবন্দী কপিল মানকে খুন করার পরিকল্পনা করছিলেন পারভেশ মান। তাই পারভেশের ভাইকে খুন করে এর প্রতিশোধ নিয়েছেন কপিল।
পুলিশ আরও জানিয়েছে, জেলে থাকায় কপিলের মানের পুরো গ্যাং পরিচালনা করছিলেন কাজ খত্রী। এবার তাঁকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশের কাছে সমর্পণ করা হয়েছে। দিল্লি পুলিশের সিনিয়র অফিসার সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ক্রাইম ব্রাঞ্চের নর্দান রেঞ্জের দল কাজলকে গ্রেপ্তার করেছে।
চলতি বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার একজন ক্রুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেলে থাকা কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের বান্ধবী কাজল খত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো কাজলকে ‘লেডি ডন’ হিসেবে চিহ্নিত করেছে।
কাজল খত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারিতে দিল্লির নয়ডা এলাকার একটি জিম থেকে বেরিয়ে এসেছিলেন এয়ার ইন্ডিয়ার ক্রু ৩০ বছর বয়সী সুরজ মান। পরে ধাওয়া করে তাঁকে তাঁর গাড়ির ভেতরেই গুলি করে হত্যা করা হয়। খুনিরা বাইকে করে এসে সুরজকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন লেডি ডন কাজল খত্রী।
এনডিটিভি জানিয়েছে, জেলে থাকা গ্যাংস্টার কপিল মান-এর নির্দেশেই তাঁর প্রেমিকা কাজল সুরজ মানকে খুন করার পরিকল্পনা করেছিলেন। নিহত সুরজ মান ছিলেন অপর গ্যাংস্টার পারভেশ মানের ভাই। পারভেশ মানও এখন দিল্লির মান্ডোলি জেলে বন্দী।
জানা গেছে, কাজল খত্রী শুটার পাঠিয়ে সূরজ মানকে হত্যা করেছেন। ‘লেডি ডন’ হিসেবে পরিচিত কাজল নয়ডা এবং দিল্লি পুলিশের কাছে ওয়ান্টেড ছিলেন। এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত ১৯ জানুয়ারি এয়ার ইন্ডিয়ায় কাজ করা সুরজ মানকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছিল। এই হত্যার তদন্ত করতে গিয়ে জানা যায়, কাজল খত্ৰী নামে এক নারী ডন দুই শুটারকে ভাড়া করেছিলেন।
কাজলের প্রেমিক কুখ্যাত গ্যাংস্টার কপিল মানের সঙ্গে অপর গ্যাংস্টার পারভেশ মানের চলমান শত্রুতার জেরেই পারভেশের ভাই সুরজকে হত্যা করা হয়। কপিল মান জেলে থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য কাজলকে দায়িত্ব দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কাজল নিজেকে জেলে থাকা গ্যাংস্টার কপিল মানের স্ত্রী বলে দাবি করেছেন। কারাবন্দী কপিল মানকে খুন করার পরিকল্পনা করছিলেন পারভেশ মান। তাই পারভেশের ভাইকে খুন করে এর প্রতিশোধ নিয়েছেন কপিল।
পুলিশ আরও জানিয়েছে, জেলে থাকায় কপিলের মানের পুরো গ্যাং পরিচালনা করছিলেন কাজ খত্রী। এবার তাঁকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশের কাছে সমর্পণ করা হয়েছে। দিল্লি পুলিশের সিনিয়র অফিসার সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ক্রাইম ব্রাঞ্চের নর্দান রেঞ্জের দল কাজলকে গ্রেপ্তার করেছে।
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
৭ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১ ঘণ্টা আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
২ ঘণ্টা আগে