কলকাতা প্রতিনিধি
চীনের বিএফ-৭ ধরনের করোনাভাইরাসের খোঁজ মিলতেই ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক সতর্কতা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জনবহুল এলাকায় মাস্ক পরতে এবং করোনা পরীক্ষার ওপর জোর দিতে অনুরোধ করেছেন। তবে এখনই লকডাউন বা অন্য কোনো কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষিত হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখছেন তাঁরা। এই পরিস্থিতিতে আজ শুক্রবার ভারতে চালু হয়েছে করোনা মোকাবিলায় ‘ন্যাসাল ভ্যাকসিন’ বা নাকে করোনা টিকা দেওয়া। ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।
এদিকে নিজেদের দেশে সতর্কতার পাশাপাশি সামরিক বৈরিতা ভুলে চীনকেও করোনা মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথা ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ বা সিডিএসসিওর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতে তৈরি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ প্রভৃতি চীনে পাঠাচ্ছে।
সারা দেশে এই মুহূর্তে ৩ হাজার ৩৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৫৭ এবং এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সংখ্যাটি কম হলেও চীনের অতিসংক্রামক বিএফ-৭ ধরনটি ভারতে শনাক্ত হওয়ায় হুঁশিয়ার থাকতে হচ্ছে। এ কারণে সারা দেশে চলছে সতর্কতা। পাশাপাশি লকডাউনের করুণ অভিজ্ঞতার হাত ধরে গুজবও রটছে। তবে ভারত সরকার এখনই লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি। বরং আপাতত সতর্কতার মাধ্যমেই করোনা মোকাবিলা করতে চায় সরকার।
এদিকে ভারতীয় চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএর পক্ষ থেকে জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান ও পানি বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো অনুশীলনগুলো ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। তাতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা মোকাবিলা করা যাবে।
আগ্রার তাজমহল ঘিরেও সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজমহল দেখতে আসা পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনার পরীক্ষা। আন্তর্জাতিক ও ঘরোয়া বিমানবন্দরগুলোতে শুরু হয়েছে বাড়তি সতর্কতা। সেই সঙ্গে করোনার বুস্টার টিকার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চীনের বিএফ-৭ ধরনের করোনাভাইরাসের খোঁজ মিলতেই ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক সতর্কতা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জনবহুল এলাকায় মাস্ক পরতে এবং করোনা পরীক্ষার ওপর জোর দিতে অনুরোধ করেছেন। তবে এখনই লকডাউন বা অন্য কোনো কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষিত হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখছেন তাঁরা। এই পরিস্থিতিতে আজ শুক্রবার ভারতে চালু হয়েছে করোনা মোকাবিলায় ‘ন্যাসাল ভ্যাকসিন’ বা নাকে করোনা টিকা দেওয়া। ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।
এদিকে নিজেদের দেশে সতর্কতার পাশাপাশি সামরিক বৈরিতা ভুলে চীনকেও করোনা মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথা ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ বা সিডিএসসিওর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতে তৈরি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ প্রভৃতি চীনে পাঠাচ্ছে।
সারা দেশে এই মুহূর্তে ৩ হাজার ৩৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৫৭ এবং এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সংখ্যাটি কম হলেও চীনের অতিসংক্রামক বিএফ-৭ ধরনটি ভারতে শনাক্ত হওয়ায় হুঁশিয়ার থাকতে হচ্ছে। এ কারণে সারা দেশে চলছে সতর্কতা। পাশাপাশি লকডাউনের করুণ অভিজ্ঞতার হাত ধরে গুজবও রটছে। তবে ভারত সরকার এখনই লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি। বরং আপাতত সতর্কতার মাধ্যমেই করোনা মোকাবিলা করতে চায় সরকার।
এদিকে ভারতীয় চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএর পক্ষ থেকে জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান ও পানি বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো অনুশীলনগুলো ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। তাতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা মোকাবিলা করা যাবে।
আগ্রার তাজমহল ঘিরেও সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাজমহল দেখতে আসা পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনার পরীক্ষা। আন্তর্জাতিক ও ঘরোয়া বিমানবন্দরগুলোতে শুরু হয়েছে বাড়তি সতর্কতা। সেই সঙ্গে করোনার বুস্টার টিকার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
১৪ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
১ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
২ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
২ ঘণ্টা আগে