ত্রিপুরায় নারী–শিশুসহ ১০ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
Thumbnail image

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে চার নারী ও এক শিশুসহ দশ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং তিনজনকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ। 

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—বাংলাদেশের কলারোয়ার বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৪), সফিকুল ইসলাম (৩২), মোছা. সেলিনা বেগম (২২), তাঁর ছেলে শামীম রেজা (৭), সাতক্ষীরার বাসিন্দা মো. শিমুল হোসেন (২৮), পাবনা জেলার নুর নাহার জুম (২৩), নড়াইলের তাসলিমা খানম (২৪) এবং খুলনা জেলার মীনু খাতুন (১৯)। 

পুলিশ বলছে, তাঁরা অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আইনি নথিপত্র ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিলেন। এ বিষয়ে সরকারি রেলওয়ে পুলিশ স্টেশনে (জিআরপি) একটি অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। 

পৃথক একটি মামলায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাব্রুম পুলিশের যৌথ অভিযানে সরম রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ওই এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় মগ (২৬) নামে এক ভারতীয় নাগরিকের নাম বলেছেন। গতকাল বৃহস্পতিবার সাব্রুমের দৌলবাড়ি গ্রাম থেকে মগকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের কিছু অংশে বেড়া দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত