অনলাইন ডেস্ক
পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা পূরণ না হয় তবে জনগণ মন্ত্রীদের অপসারণের দাবি তুলতে পারে এবং সেই অনুসারে তাঁকে অপসারণও করা হতে পারে। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে ভগবন্ত মান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের মাত্র তিন দিনের মধ্যে মান প্রদেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন।
নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী এরই মধ্যেই মন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে জনগণের নিরাপত্তায় নিয়োজিত করেছেন। ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি (মান) দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
মোহালিতে আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়কদের এক বৈঠকে তাঁদের সম্বোধন করে কেজরিওয়াল বলেন, ‘যে বিধায়কদের কেবল চণ্ডীগড়ে বসে থাকলে হবে না। দলের মন্ত্র হলো একজন বিধায়ক মানুষের মধ্যে ঘুরে বেড়াবেন, গ্রামে গ্রামে যাবেন।’
আম আদমি পার্টির বিধায়কদের মূল্যায়ন প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘পাঞ্জাবের মানুষ হীরা বেছে নিয়েছে। ভগবন্ত মানের নেতৃত্বে আমাদের ৯২ জন বিধায়ককে একটি দল হিসেবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পাঞ্জাবের বিধানসভার ১১৭ আসনের মধ্যে ৯২টি আসন জিতেছে।
পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা পূরণ না হয় তবে জনগণ মন্ত্রীদের অপসারণের দাবি তুলতে পারে এবং সেই অনুসারে তাঁকে অপসারণও করা হতে পারে। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে ভগবন্ত মান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের মাত্র তিন দিনের মধ্যে মান প্রদেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন।
নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী এরই মধ্যেই মন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে জনগণের নিরাপত্তায় নিয়োজিত করেছেন। ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি (মান) দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
মোহালিতে আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়কদের এক বৈঠকে তাঁদের সম্বোধন করে কেজরিওয়াল বলেন, ‘যে বিধায়কদের কেবল চণ্ডীগড়ে বসে থাকলে হবে না। দলের মন্ত্র হলো একজন বিধায়ক মানুষের মধ্যে ঘুরে বেড়াবেন, গ্রামে গ্রামে যাবেন।’
আম আদমি পার্টির বিধায়কদের মূল্যায়ন প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘পাঞ্জাবের মানুষ হীরা বেছে নিয়েছে। ভগবন্ত মানের নেতৃত্বে আমাদের ৯২ জন বিধায়ককে একটি দল হিসেবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পাঞ্জাবের বিধানসভার ১১৭ আসনের মধ্যে ৯২টি আসন জিতেছে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কাতারে কয়েকটি দেশের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দিয়েছে। কিন্তু তবুও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৩ জন। আর এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায়...
১৪ মিনিট আগেদীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
৩১ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগে