অনলাইন ডেস্ক
গত ২৫ মে কাশ্মীরি অভিনেত্রী আরমিন ভাটকে কাশ্মীরের বাদগাম জেলার হুসরো গ্রামে গুলি করে হত্যা করা হয়। তাঁর পরিবার এখনো জানে না, তাদের কন্যাকে কেন হত্যা করা হলো। তবে এই ঘটনায় এইর মধ্যে দুজনকে সন্দেহ করছেন আরমিনের পরিবারের সদস্যরা। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যখন আরমিনকে গুলি করা হয় সেই সন্ধ্যায় নিজ বাড়িতে গরুর দুধ দোহন করছিলেন রাজিয়া বানু। হঠাৎ গুলির শব্দে তিনি বাড়ির মূল ফটকের কাছে পৌঁছালে সেখানে দুই অপরিচিতকে দেখতে পান। তাঁরা দুজন রাজিয়া বানুকে বলেন, ‘আসসালামু আলাইকুম।’ তাদের অতিথি ভেবে রাজিয়া বানু উত্তর দেন ওয়ালাইকুম সালাম। তাঁদের সঙ্গে কথা বলাকালে সেখানে রাজিয়ার ১০ বছর বয়েসি সন্তান চলে আসলে তাঁরা দুজন ছেলেটির কাছে জানতে চান আরমিন কোথায়।
তাঁরা আরমিনের খোঁজ করায় রাজিয়া খুব একটা অবাক হননি। কেননা একটি টিভি সিরিয়ালে অভিনয় করা আরমিন ভাট ওই অঞ্চলে বেশ জনপ্রিয় ছিলেন। তাদের জিজ্ঞাসার জবাবে রাজিয়া বানুর ছেলে ঘরের ভেতরে যান তার খালার খোঁজ করতে। সেসময় ওই লোক দুজন তাদের ঘরের দরজায় এসে দাঁড়ায়।
রাজিয়া বানু বলেন, ‘আমার বোন বের হয়ে আসার পর তাঁরা আমার বোনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে।’ রাজিয়া বানুর ছেলে তাদের কথোপকথন শুনে ফেলে। তাঁর ভাষ্য অনুসারে, ওই লোক দুজন আরমিনকে বলেছিল তাদের সঙ্গে গিয়ে একটি বিয়ের কাবিন নামায় সই করতে। আরমিন তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তার পরপরই ওই দুজনের একজন বন্দুক বের করে আরমিনকে গুলি করে হত্যা করে।
রাজিয়া বানু বলেন, ‘আমি নিজ চোখে এই ঘটনা দেখেছি। সেসময় আমি চিৎকার করে সবার কাছে সাহায্য চাইছিলাম এবং ভাবছিলাম লোক দুজন হয়তো পালিয়েছে। কিন্তু তাঁরা পালায়নি। একবার গুলি খেয়েও আরমিন ঘরের মধ্যে আসতে সক্ষম হয়। এরপর ওই দুজনের একজন ঘরের মধ্যে এসে আরমিনকে আরও কয়েকবার গুলি করে। আমার ছেলের হাতেও গুলি লাগে।’
ঘটনার পরপরই আরমিন এবং রাজিয়ার ছেলে দুজনকেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমিনকে মৃত ঘোষণা করেন। এবং রাজিয়ার ছেলে হাতে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফিরে আসে।
এ ঘটনায় পুলিশ এখন নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর–ই–তৈয়বাকে দায়ী করেছে। আরমিনের হত্যার দুদিন পর এক এনকাউন্টারে দুই ব্যক্তির মৃত্যু হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারের দাবি নিহত দুজনের আরমিন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তবে পুলিশ আরমিন হত্যাকাণ্ডের কোনো কারণ উল্লেখ করতে পারেনি।
টিভি অভিনেত্রী আরমিন একই সঙ্গে ইউটিউবেও কনটেন্ট নির্মাণ করতেন। তিনি তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।
গত ২৫ মে কাশ্মীরি অভিনেত্রী আরমিন ভাটকে কাশ্মীরের বাদগাম জেলার হুসরো গ্রামে গুলি করে হত্যা করা হয়। তাঁর পরিবার এখনো জানে না, তাদের কন্যাকে কেন হত্যা করা হলো। তবে এই ঘটনায় এইর মধ্যে দুজনকে সন্দেহ করছেন আরমিনের পরিবারের সদস্যরা। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যখন আরমিনকে গুলি করা হয় সেই সন্ধ্যায় নিজ বাড়িতে গরুর দুধ দোহন করছিলেন রাজিয়া বানু। হঠাৎ গুলির শব্দে তিনি বাড়ির মূল ফটকের কাছে পৌঁছালে সেখানে দুই অপরিচিতকে দেখতে পান। তাঁরা দুজন রাজিয়া বানুকে বলেন, ‘আসসালামু আলাইকুম।’ তাদের অতিথি ভেবে রাজিয়া বানু উত্তর দেন ওয়ালাইকুম সালাম। তাঁদের সঙ্গে কথা বলাকালে সেখানে রাজিয়ার ১০ বছর বয়েসি সন্তান চলে আসলে তাঁরা দুজন ছেলেটির কাছে জানতে চান আরমিন কোথায়।
তাঁরা আরমিনের খোঁজ করায় রাজিয়া খুব একটা অবাক হননি। কেননা একটি টিভি সিরিয়ালে অভিনয় করা আরমিন ভাট ওই অঞ্চলে বেশ জনপ্রিয় ছিলেন। তাদের জিজ্ঞাসার জবাবে রাজিয়া বানুর ছেলে ঘরের ভেতরে যান তার খালার খোঁজ করতে। সেসময় ওই লোক দুজন তাদের ঘরের দরজায় এসে দাঁড়ায়।
রাজিয়া বানু বলেন, ‘আমার বোন বের হয়ে আসার পর তাঁরা আমার বোনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে।’ রাজিয়া বানুর ছেলে তাদের কথোপকথন শুনে ফেলে। তাঁর ভাষ্য অনুসারে, ওই লোক দুজন আরমিনকে বলেছিল তাদের সঙ্গে গিয়ে একটি বিয়ের কাবিন নামায় সই করতে। আরমিন তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তার পরপরই ওই দুজনের একজন বন্দুক বের করে আরমিনকে গুলি করে হত্যা করে।
রাজিয়া বানু বলেন, ‘আমি নিজ চোখে এই ঘটনা দেখেছি। সেসময় আমি চিৎকার করে সবার কাছে সাহায্য চাইছিলাম এবং ভাবছিলাম লোক দুজন হয়তো পালিয়েছে। কিন্তু তাঁরা পালায়নি। একবার গুলি খেয়েও আরমিন ঘরের মধ্যে আসতে সক্ষম হয়। এরপর ওই দুজনের একজন ঘরের মধ্যে এসে আরমিনকে আরও কয়েকবার গুলি করে। আমার ছেলের হাতেও গুলি লাগে।’
ঘটনার পরপরই আরমিন এবং রাজিয়ার ছেলে দুজনকেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমিনকে মৃত ঘোষণা করেন। এবং রাজিয়ার ছেলে হাতে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফিরে আসে।
এ ঘটনায় পুলিশ এখন নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর–ই–তৈয়বাকে দায়ী করেছে। আরমিনের হত্যার দুদিন পর এক এনকাউন্টারে দুই ব্যক্তির মৃত্যু হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারের দাবি নিহত দুজনের আরমিন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তবে পুলিশ আরমিন হত্যাকাণ্ডের কোনো কারণ উল্লেখ করতে পারেনি।
টিভি অভিনেত্রী আরমিন একই সঙ্গে ইউটিউবেও কনটেন্ট নির্মাণ করতেন। তিনি তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৮ ঘণ্টা আগে