ভারতের প্রবীণ রাজনীতিক মুলায়ম সিং যাদব আর নেই

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১: ৩৬
Thumbnail image

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। প্রবীণ এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। আজ সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে মুলায়ম সিং যাদব একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে গত কয়েক বছর তাঁকে সেভাবে রাজনীতির মঞ্চে প্রকাশ্যে দেখা যায়নি।

সমাজবাদী পার্টির সমর্থক ও নেতারা তাঁকে ‘নেতাজি’ বলে সম্বোধন করতেন। তিনি এক সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একজন কুস্তিগির হিসেবেও তাঁর সুনাম ছিলি। ১৯৮০-এর দশকের শেষের দিকে মুলায়ম সিং যাদব রাজনীতিতে নাম লেখান। ১৯৯০ সালের গোড়ার দিকে শিক্ষার দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্য গঠিত মণ্ডল কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। মূলত সেই সময় থেকেই তিনি ভারতের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত