অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে। বিশ্বে কাঁচা ও পলিশ করা হিরার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এটি উদ্বোধন করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রসাশনিক ভবন পেন্টাগন ছিল বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
যে পাঁচটি কারণে পেন্টাগনকে ছাড়িয়ে গেল সুরাট ডায়মন্ড বোর্স—
১. সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।
২. নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।
৩. ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; একটি খুচরা গয়নার মার্কেট থাকবে ; এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।
৪. ৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
৫. এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে। বিশ্বে কাঁচা ও পলিশ করা হিরার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এটি উদ্বোধন করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রসাশনিক ভবন পেন্টাগন ছিল বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
যে পাঁচটি কারণে পেন্টাগনকে ছাড়িয়ে গেল সুরাট ডায়মন্ড বোর্স—
১. সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।
২. নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।
৩. ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; একটি খুচরা গয়নার মার্কেট থাকবে ; এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।
৪. ৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
৫. এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২৪ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৪১ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে