প্রতিনিধি
কলকাতা: বাংলাদেশসহ গোটা দুনিয়ার সঙ্গে আকাশপথ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখছে ভারত। তবে বিশেষ অনুমতি নিয়ে বিশেষ প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট চলবে। আজ বুধবার ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কোভিডের কারণে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে ভারত। তবে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘বন্দে মাতরম’ নামে ভারতের সরকারি সংস্থার বিমান চলাচল অব্যাহত ছিল।
আজ বুধবার কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে কিছু ছাড় দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার রেল চলাচলও অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে লোকাল ট্রেন চলছে না পশ্চিমবঙ্গে।
রেলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ট্রেন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সব রুটেই ট্রেনই চলবে শিগগিরই। কিন্তু কলকাতা-ঢাকা রুটসহ অন্য আন্তর্জাতিক রুটগুলোয় ট্রেন চলাচল শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৮১৭ জন। বর্তমানে দেশটিতে ৫ লাখেরও বেশি করোনা সংক্রমিত রোগী রয়েছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৫ জন সংক্রমিত হয়েছেন কোভিডে। মারা গিয়েছেন ৩৫ জন। রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চলছে না লোকাল ট্রেন ও মেট্রো।
এদিকে, আজ বুধবার ভারতের সুপ্রিম কোর্ট করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিপূরণের রূপরেখা তৈরির জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতে করোনার টিকা দেওয়া চলছে পুরোদমে। বিভিন্ন রাজ্যে টিকা সরবরাহ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিভিন্ন রাজ্যে টিকা বণ্টন নিয়ে বৈষম্যের অভিযোগও বাড়ছে। সর্বশেষ আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে অভিযোগ তুলেছেন।
মমতা ব্যানার্জি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে টিকা নিয়ে বঞ্চনা করছে। উত্তর প্রদেশ ৩ কোটি টিকা পেলেও পশ্চিমবঙ্গ কেন ১ কোটি টিকা পাবে?’
কলকাতা: বাংলাদেশসহ গোটা দুনিয়ার সঙ্গে আকাশপথ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখছে ভারত। তবে বিশেষ অনুমতি নিয়ে বিশেষ প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট চলবে। আজ বুধবার ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কোভিডের কারণে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে ভারত। তবে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘বন্দে মাতরম’ নামে ভারতের সরকারি সংস্থার বিমান চলাচল অব্যাহত ছিল।
আজ বুধবার কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে কিছু ছাড় দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার রেল চলাচলও অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে লোকাল ট্রেন চলছে না পশ্চিমবঙ্গে।
রেলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ট্রেন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সব রুটেই ট্রেনই চলবে শিগগিরই। কিন্তু কলকাতা-ঢাকা রুটসহ অন্য আন্তর্জাতিক রুটগুলোয় ট্রেন চলাচল শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৮১৭ জন। বর্তমানে দেশটিতে ৫ লাখেরও বেশি করোনা সংক্রমিত রোগী রয়েছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৫ জন সংক্রমিত হয়েছেন কোভিডে। মারা গিয়েছেন ৩৫ জন। রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চলছে না লোকাল ট্রেন ও মেট্রো।
এদিকে, আজ বুধবার ভারতের সুপ্রিম কোর্ট করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিপূরণের রূপরেখা তৈরির জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতে করোনার টিকা দেওয়া চলছে পুরোদমে। বিভিন্ন রাজ্যে টিকা সরবরাহ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিভিন্ন রাজ্যে টিকা বণ্টন নিয়ে বৈষম্যের অভিযোগও বাড়ছে। সর্বশেষ আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে অভিযোগ তুলেছেন।
মমতা ব্যানার্জি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে টিকা নিয়ে বঞ্চনা করছে। উত্তর প্রদেশ ৩ কোটি টিকা পেলেও পশ্চিমবঙ্গ কেন ১ কোটি টিকা পাবে?’
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৩ ঘণ্টা আগে