অনলাইন ডেস্ক
মুষলধারে বৃষ্টির কারণে উপসাগরীয় দেশগুলোতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। মরুর দেশগুলোতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ লাখ ঘনমিটারের বেশি পানি পাম্প করে অপসারণ করা হয়েছে।
প্রদেশের মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, টানা দুই দিনের বৃষ্টির পর জরুরি উদ্ধার তৎপরতায় নিয়োজিত বাহিনী বৃষ্টির পানি সরানোর জন্য প্রায় ৫২ লাখ ঘনমিটার পানি পাম্প করেছে। পাম্প করার নানা সরঞ্জাম নিয়ে প্রায় ৩ হাজার ১০০ উদ্ধারকর্মী প্রদেশের বিভিন্ন অঞ্চলে তাঁদের কার্যক্রম চালান।
মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা ৩৩৬টি বন্যাকবলিত স্থানে পরিবেশকর্মীদের ১১৫টি দল নিয়ে কার্যক্রম চালিয়েছেন। জলাবদ্ধ স্থান ও ময়লার কনটেইনারে তাঁরা জীবাণুনাশক ছিটিয়ে দেন।
যেসব এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, ওই সব এলাকায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব এলাকা থেকে বৃষ্টির পানি সরানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অংশে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশের শহরগুলোতে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও বন্যা দেখা দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ রোডের একটি গুরুত্বপূর্ণ টানেল বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা নিশ্চিত করে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের (এনসিএম) মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, চলতি সপ্তাহে পূর্বাঞ্চলীয় প্রদেশের মুনিফাহ শহরে বৃষ্টিপাতের পরিমাণ এক ঘণ্টায় ৪২ মিলিমিটার ছাড়িয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে বৃষ্টিপাত এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে উল্লেখ করে জনগণকে সতর্কতা অবলম্বন এবং এনসিএমের প্রতিবেদনগুলো অনুসরণ করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
মুষলধারে বৃষ্টির কারণে উপসাগরীয় দেশগুলোতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। মরুর দেশগুলোতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ লাখ ঘনমিটারের বেশি পানি পাম্প করে অপসারণ করা হয়েছে।
প্রদেশের মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, টানা দুই দিনের বৃষ্টির পর জরুরি উদ্ধার তৎপরতায় নিয়োজিত বাহিনী বৃষ্টির পানি সরানোর জন্য প্রায় ৫২ লাখ ঘনমিটার পানি পাম্প করেছে। পাম্প করার নানা সরঞ্জাম নিয়ে প্রায় ৩ হাজার ১০০ উদ্ধারকর্মী প্রদেশের বিভিন্ন অঞ্চলে তাঁদের কার্যক্রম চালান।
মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা ৩৩৬টি বন্যাকবলিত স্থানে পরিবেশকর্মীদের ১১৫টি দল নিয়ে কার্যক্রম চালিয়েছেন। জলাবদ্ধ স্থান ও ময়লার কনটেইনারে তাঁরা জীবাণুনাশক ছিটিয়ে দেন।
যেসব এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, ওই সব এলাকায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব এলাকা থেকে বৃষ্টির পানি সরানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অংশে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশের শহরগুলোতে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও বন্যা দেখা দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ রোডের একটি গুরুত্বপূর্ণ টানেল বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা নিশ্চিত করে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের (এনসিএম) মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, চলতি সপ্তাহে পূর্বাঞ্চলীয় প্রদেশের মুনিফাহ শহরে বৃষ্টিপাতের পরিমাণ এক ঘণ্টায় ৪২ মিলিমিটার ছাড়িয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে বৃষ্টিপাত এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে উল্লেখ করে জনগণকে সতর্কতা অবলম্বন এবং এনসিএমের প্রতিবেদনগুলো অনুসরণ করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
২ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
৩ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে