Ajker Patrika

পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০: ০৩
পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া 

নতুন পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন ডুবোজাহাজ ‘ইম্পারেতর আলেকজান্দর-৩’ থেকে আন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

গত বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের লক্ষ্যে করা চুক্তি ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ (সিটিবিটি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। সেই ঘোষণার পরপরই এই খবর এল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত প্রকাশ। এরপরই নৌবাহিনীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরের একটি ডুবো অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে কয়েক হাজার দূরের রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

ইম্পারেতর আলেকজান্দর-৩ হলো রুশ প্রকল্প ৯৫৫-বোরেই (আর্কটিকের বাতাস) শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। বোরেই শ্রেণির সাবমেরিনটি ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। ১২ মিটার বা প্রায় ৪০ ফুট দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ