পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯: ৩৪
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০: ০৩

নতুন পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন ডুবোজাহাজ ‘ইম্পারেতর আলেকজান্দর-৩’ থেকে আন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

গত বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের লক্ষ্যে করা চুক্তি ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ (সিটিবিটি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। সেই ঘোষণার পরপরই এই খবর এল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত প্রকাশ। এরপরই নৌবাহিনীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরের একটি ডুবো অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে কয়েক হাজার দূরের রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

ইম্পারেতর আলেকজান্দর-৩ হলো রুশ প্রকল্প ৯৫৫-বোরেই (আর্কটিকের বাতাস) শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। বোরেই শ্রেণির সাবমেরিনটি ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। ১২ মিটার বা প্রায় ৪০ ফুট দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত