অনলাইন ডেস্ক
পশ্চিম তীরের নাবলুস শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাতে আবদেলফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘণ্টার অভিযানের বাড়িটিকে উড়িয়ে দেয় তারা।
ইসরায়েল সেনাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে বসতি স্থাপকারী ইসরায়েলি দুই ভাই হালেল মেনাচেম ইয়ানিভ ও তাঁর ভাই ইয়াগেল ইয়াকভ ইয়ানিভকে গুলি করে হত্যা করেন খারুশেহ।
পরের মাসে একটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ৪৯ বছর বয়সী খারুশেহকে হত্যা করে বলে আল-জাজিরা জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী ২০ শিশুসহ ৬০ ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে।
সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা ১৮৫ জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে ছয় ফিলিস্তিনি আহত হন, যাঁদের একজন গুলিবিদ্ধ হন।
পশ্চিম তীরের সবচেয়ে জনাকীর্ণ শিবিরগুলোর একটি আসকার। সেখানে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি বসবাস করে। হামলার অভিযোগ তুলে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয় ইসরায়েলিরা।
এবছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে যেভাবে মৃত্যু শুরু হয়েছে, তাতে ২০২৩ সবচেয়ে মৃত্যুর বছর হতে পারে।
পশ্চিম তীরের নাবলুস শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাতে আবদেলফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘণ্টার অভিযানের বাড়িটিকে উড়িয়ে দেয় তারা।
ইসরায়েল সেনাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে বসতি স্থাপকারী ইসরায়েলি দুই ভাই হালেল মেনাচেম ইয়ানিভ ও তাঁর ভাই ইয়াগেল ইয়াকভ ইয়ানিভকে গুলি করে হত্যা করেন খারুশেহ।
পরের মাসে একটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ৪৯ বছর বয়সী খারুশেহকে হত্যা করে বলে আল-জাজিরা জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী ২০ শিশুসহ ৬০ ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে।
সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা ১৮৫ জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে ছয় ফিলিস্তিনি আহত হন, যাঁদের একজন গুলিবিদ্ধ হন।
পশ্চিম তীরের সবচেয়ে জনাকীর্ণ শিবিরগুলোর একটি আসকার। সেখানে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি বসবাস করে। হামলার অভিযোগ তুলে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয় ইসরায়েলিরা।
এবছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে যেভাবে মৃত্যু শুরু হয়েছে, তাতে ২০২৩ সবচেয়ে মৃত্যুর বছর হতে পারে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ ঘণ্টা আগে