অনলাইন ডেস্ক
‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইব্রাহিম চুক্তিভুক্ত দেশগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসরায়েল। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ‘ঐতিহাসিক সম্মেলন’ বলে আখ্যা দিয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আরও তিনটি আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদের আমন্ত্রণে আগামী রোববার এবং সোমবার ইসরায়েলে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীসহ আরও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে যা ইতিহাসে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক বা ইব্রাহিমি ধর্ম—ইহুদি-খ্রিষ্টান-ইসলাম—ভিত্তিক রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে এই উদ্যোগ বলে এর নামকরণ করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আরব আমিরাত ছাড়াও বাহরাইন ও মরক্কো এই চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, যদিও দেশটি এখনো চুক্তিতে সাক্ষর করেনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’ কয়েক দশকের আরব ঐকমত্যকে ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন বিষয়ে অমীমাংসিত থাকা বিষয়গুলো ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না চুক্তিভুক্ত দেশগুলো। তবে, আব্রাহাম অ্যাকর্ডসভুক্ত আরব দেশগুলো বলছে—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা করলেও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
এ দিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে—দেশটির শাসক বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জর্ডানের আকাবায় আমন্ত্রণ জানাবেন।
‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইব্রাহিম চুক্তিভুক্ত দেশগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসরায়েল। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ‘ঐতিহাসিক সম্মেলন’ বলে আখ্যা দিয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আরও তিনটি আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদের আমন্ত্রণে আগামী রোববার এবং সোমবার ইসরায়েলে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীসহ আরও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে যা ইতিহাসে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক বা ইব্রাহিমি ধর্ম—ইহুদি-খ্রিষ্টান-ইসলাম—ভিত্তিক রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে এই উদ্যোগ বলে এর নামকরণ করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আরব আমিরাত ছাড়াও বাহরাইন ও মরক্কো এই চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, যদিও দেশটি এখনো চুক্তিতে সাক্ষর করেনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’ কয়েক দশকের আরব ঐকমত্যকে ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন বিষয়ে অমীমাংসিত থাকা বিষয়গুলো ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না চুক্তিভুক্ত দেশগুলো। তবে, আব্রাহাম অ্যাকর্ডসভুক্ত আরব দেশগুলো বলছে—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা করলেও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
এ দিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে—দেশটির শাসক বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জর্ডানের আকাবায় আমন্ত্রণ জানাবেন।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৪২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
১ ঘণ্টা আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে