গাজায় যুদ্ধবিরতি আনতে ব্যাপক তোড়জোড় যুক্তরাষ্ট্রের 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৪: ১০
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৫: ২২

গাজায় একটি যুদ্ধবিরতি আনতে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধিরা এরই মধ্যে মিসরীয় ও ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব মতপার্থক্য আছে, সেগুলো কমিয়ে আনতে দেশটি কাজ করে যাচ্ছে। উচ্চপর্যায়েও, বিশেষ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 

গাজায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চুক্তির বিষয়টি দৃশ্যমান হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন কূটনীতিবিদ লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি দৃশ্যমান হতে শুরু করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘যুদ্ধবিরতি আলোচনা এবং এই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) জন্য এটি একটি নির্ধারক মুহূর্ত। তাই এই (নিরাপত্তা) পরিষদের প্রতিটি সদস্যের (দেশের) উচিত এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের কাছে জোরালো বার্তা পাঠানো অব্যাহত রাখা, যাতে এমন পদক্ষেপগুলো এড়ানো যায়, যা আমাদের এই চুক্তি চূড়ান্ত করা থেকে দূরে সরিয়ে দেয়।’ 

এদিকে, মিসরের রাজধানী কায়রোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা নতুন করে যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। মিসরীয় দুটি সূত্র জানিয়েছে, ১০ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে প্রয়োজনীয় ফাঁকফোকরগুলো বন্ধ করতে উভয় দেশের প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। 

সূত্র দুটি জানিয়েছে, মিসরীয় ও মার্কিন কর্মকর্তারা গাজা-মিসর সীমান্ত থেকে ইসরায়েলে সেনা প্রত্যাহারের যে দাবি হামাস করেছে, সে বিষয়ে কোনো আপসরফা করা যায় কি না, তা নিয়েও আলোচনা করেছেন। তাঁরা জানিয়েছেন, কাতারি প্রতিনিধিদল আসতে দেরি করায় আজ শুক্রবার ইসরায়েলের সামনে পরিমার্জিত রূপরেখা উপস্থাপন করা হবে। 

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস গতকাল বৃহস্পতিবার ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া বক্তৃতায় বলেছেন, এখনই সময় গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির। এ সময় তিনি বলেন, ‘আমি সর্বদা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব। তবে গাজায় যা ঘটেছে তা ধ্বংসাত্মক ও হৃদয়বিদারক।’ 

কমলা হ্যারিস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ও আমি এই যুদ্ধের অবসান ঘটাতে কাজ করছি, যাতে ইসরায়েল নিরাপদ থাকে, জিম্মিদের মুক্তি দেওয়া হয়, গাজার দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনি জনগণ তাদের মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত