এবার রাফায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, ভয়াবহ বিপর্যয়ের সতর্কতা যুক্তরাষ্ট্রের 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৪২
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১১

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হচ্ছে শতাধিক ফিলিস্তিনি। বাঁচার তাগিদে রাফা শহরে ভিড় করেছে ফিলিস্তিনিরা। এবার মাত্র ১৫১ বর্গকিলোমিটার এলাকার এই অঞ্চলে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, জনাকীর্ণ শহরটিতে ইসরায়েল বড় মাত্রার অভিযান চালালে তা বিপর্যয়কর হবে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাফাকে আগে ‘নিরাপদ অঞ্চল’ বলে আখ্যা দিয়েছিল ইসরায়েল। সেখানে এখন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি রয়েছে। কিন্তু সেখানেও বিমান হামলা এবং ট্যাংক থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার খবরও জানা গেছে।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা এল, ঠিক একই সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার অর্ধেকের বেশি এখন রাফাহ শহরে ভিড় করেছে। কারণ, কোথাও তাদের যাওয়ার জায়গা নেই। এমনকি বাস্তুচ্যুত এসব মানুষের শুধু ‘ঘর নেই’ তা-ই নয়, তাদের কোনো ‘আশাও নেই’।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গাজার খান ইউনিসে নাসের হাসপাতালের বাইরে ইসরায়েলি স্নাইপারের আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজায় চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৩৪০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৯৯ জনকে। আর অন্তত ১২৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে ইসরায়েল।

রাফায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে গাজার উত্তারঞ্চল থেকে আসা ১০ লাখেরও বেশি মানুষ। ছবি: সংগৃহীত সর্বশেষ তথ্য অনুসারে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে টানা চার মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৭। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৭ হাজার ৪৫৯ জন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই আপডেট দেওয়ার আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১০৭ ফিলিস্তিন এবং আহত হয়েছে আরও অন্তত ১৪২ জন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কতজন বেসামরিক আর কতজন হামাসের সদস্য, তা স্পষ্ট করা হয়নি।

গাজায় যুদ্ধবিরতির জন্য ‘অক্লান্তভাবে’ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলকে কড়া ধমকও দিয়েছেন তিনি। বাইডেন বলেছেন, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা মাত্রা ছাড়িয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছিলেন, গাজাবাসীকে অমানবিক অবস্থায় ঠেলে দেওয়ার লাইসেন্স ইসরায়েলের নেই।

বাইডেন বলেছেন, তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন। এ ছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জিম্মিদের মুক্ত এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখন কঠোরভাবে চাপ দিচ্ছি। অনেক নিরপরাধ মানুষ আছে, যারা ক্ষুধার্ত; অনেক নিরপরাধ মানুষ যারা কষ্টে আছে এবং মারা যাচ্ছে—এটি বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত