সপ্তাহে তিন দিন ছুটির যুগে সৌদি আরব, পথ দেখাল এআই কোম্পানি

অনলাইন ডেস্ক
Thumbnail image

সৌদি আরবে প্রায় সব প্রতিষ্ঠানেই সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে। এই আরও একটি ছুটি বাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছে দেশটির একটি এআই কোম্পানি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ‘লুসিডিয়া’ নামের ওই কোম্পানিটি কর্মীদের কাজের সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

সোমবার গালফ ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের সাপ্তাহিক কর্মদিবস নিয়ে নতুন নীতিটি সম্প্রতি কার্যকর করেছে লুসিডিয়া। এর মাধ্যমে কোম্পানিটি সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবসের বদলে এখন চার দিন করেছে।

কর্ম দিবস নিয়ে লুসিডিয়ার সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মনোযোগ এবং আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী নতুন এই সময়সূচির সম্ভাব্য প্রভাব সম্পর্কে উত্তেজনা এবং কৌতূহল প্রকাশ করেছেন।

কোম্পানির এমন পদক্ষেপকে কর্ম-জীবনের ভারসাম্য এবং উৎপাদনশীলতা উন্নত করার পাশাপাশি কর্মীদের সন্তুষ্টি বাড়ানোর একটি সাহসী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

সৌদি-ভিত্তিক টিভি চ্যানেল আল-এখবারিয়ার মতে, লুসিডিয়ার সপ্তাহে চার দিন কর্ম দিবসের নীতি গ্রহণ দেশের জন্য একটি অভূতপূর্ব উন্নয়ন। কোম্পানিটির এই উদ্ভাবনী পদ্ধতি অনেককে মুগ্ধ করেছে। নতুন নীতিতে কর্মচারীদের উৎপাদনশীলতা এবং কাজের মানের ওপর এর কী প্রভাব পড়ে তা নিয়ে অনেকের আগ্রহ সৃষ্টি হয়েছে।

সৌদি মানবসম্পদ বিশেষজ্ঞ ড. খলিল আল থিয়াবি দেশের সাপ্তাহিক ছুটিকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সারিবদ্ধ করার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, সাপ্তাহিক ছুটিকে অন্যান্য নেতৃস্থানীয় অর্থনীতি এবং জি-২০ দেশগুলোর মতো বাস্তবায়ন করলে তা সৌদি আরবের অর্থনৈতিক অবস্থান এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে উপকারী হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত