অনলাইন ডেস্ক
এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়।
এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।
এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়।
এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
৩১ মিনিট আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
২ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৪ ঘণ্টা আগে