অনলাইন ডেস্ক
গাজার একটি শরণার্থীশিবিরে তীব্র ঠান্ডায় ২০ দিন বয়সী এক শিশুকন্যা মারা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শরণার্থীশিবিরে ঠান্ডাজনিত কারণে এটি তৃতীয় শিশুর মৃত্যু।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, মাওয়াসি এলাকার শরণার্থীশিবিরে নবজাতক শিশুটি তার পরিবারের সঙ্গে তাঁবুতে আশ্রয় নিয়েছিল। শিশুটির বাবা মাহমুদ আল-ফাসিহ জানান, তিনি তাঁর শিশুকে একটি কম্বলে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডা থেকে তাকে রক্ষা করতে পারেননি।
গত মঙ্গলবার ওই এলাকার রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। মাহমুদ বলেন, ‘রাতে এত ঠান্ডা ছিল যে, আমরা বড়রাও সহ্য করতে পারছিলাম না। সে রাতে তিনবার কেঁদে উঠে। কিন্তু সকালে উঠে দেখি সে কাঠের মতো শক্ত হয়ে গেছে।’
পরদিন সকালে পরিবারটি শিশুটিকে দ্রুত হাসপাতাল নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা জানান, তার ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগের পরিচালক আহমেদ আল-ফাররাহ নিশ্চিত করেছেন, শিশুটি হাইপোথার্মিয়ায় (তীব্র ঠান্ডাজনিত জটিলতা) মারা গেছে।
শরণার্থীশিবিরে ২০ দিন বয়সী শিশুটির করুন মৃত্যু, গাজার বেঁচে থাকা মানুষের দুঃসহ জীবনযাত্রা ও মানবিক সংকটকে আরও গভীরভাবে প্রকাশ করে।
ইসরায়েলি হামলা ও শীতল আবহাওয়ার কারণে গাজার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। প্রায় ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশই তাদের ঘরবাড়ি ছেড়ে তাঁবুতে বসবাস করছে। শরণার্থীশিবিরগুলোতে ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন—কম্বল, উষ্ণ পোশাকের তীব্র অভাব রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা ও শরণার্থীশিবিরে চুরি-ডাকাতির কারণে সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েল গড়ে প্রতিদিন ১৩০টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪৪ শতাংশই শিশু।
আজ বৃহস্পতিবার ভোরেও গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে আল-আওদা হাসপাতালের কাছে সাংবাদিকদের একটি গাড়িতে হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করছে। সম্প্রতি উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির আশা প্রকাশ করেছে, তবে মতপার্থক্য রয়ে গেছে।
ইসরায়েল বলছে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। অন্যদিকে হামাস বলছে, ইসরায়েল নতুন শর্ত আরোপ করে চুক্তি বিলম্বিত করছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করেছিল। এরপর নভেম্বর ২০২৩-এর একটি যুদ্ধবিরতিতে ১০০-এর বেশি জিম্মি মুক্তি পায়। তবে এখনো গাজায় প্রায় ১০০ জন জিম্মি রয়েছেন বলে দাবি করছে ইসরায়েল।
গাজার একটি শরণার্থীশিবিরে তীব্র ঠান্ডায় ২০ দিন বয়সী এক শিশুকন্যা মারা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শরণার্থীশিবিরে ঠান্ডাজনিত কারণে এটি তৃতীয় শিশুর মৃত্যু।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, মাওয়াসি এলাকার শরণার্থীশিবিরে নবজাতক শিশুটি তার পরিবারের সঙ্গে তাঁবুতে আশ্রয় নিয়েছিল। শিশুটির বাবা মাহমুদ আল-ফাসিহ জানান, তিনি তাঁর শিশুকে একটি কম্বলে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডা থেকে তাকে রক্ষা করতে পারেননি।
গত মঙ্গলবার ওই এলাকার রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। মাহমুদ বলেন, ‘রাতে এত ঠান্ডা ছিল যে, আমরা বড়রাও সহ্য করতে পারছিলাম না। সে রাতে তিনবার কেঁদে উঠে। কিন্তু সকালে উঠে দেখি সে কাঠের মতো শক্ত হয়ে গেছে।’
পরদিন সকালে পরিবারটি শিশুটিকে দ্রুত হাসপাতাল নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা জানান, তার ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগের পরিচালক আহমেদ আল-ফাররাহ নিশ্চিত করেছেন, শিশুটি হাইপোথার্মিয়ায় (তীব্র ঠান্ডাজনিত জটিলতা) মারা গেছে।
শরণার্থীশিবিরে ২০ দিন বয়সী শিশুটির করুন মৃত্যু, গাজার বেঁচে থাকা মানুষের দুঃসহ জীবনযাত্রা ও মানবিক সংকটকে আরও গভীরভাবে প্রকাশ করে।
ইসরায়েলি হামলা ও শীতল আবহাওয়ার কারণে গাজার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। প্রায় ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশই তাদের ঘরবাড়ি ছেড়ে তাঁবুতে বসবাস করছে। শরণার্থীশিবিরগুলোতে ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন—কম্বল, উষ্ণ পোশাকের তীব্র অভাব রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা ও শরণার্থীশিবিরে চুরি-ডাকাতির কারণে সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েল গড়ে প্রতিদিন ১৩০টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪৪ শতাংশই শিশু।
আজ বৃহস্পতিবার ভোরেও গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে আল-আওদা হাসপাতালের কাছে সাংবাদিকদের একটি গাড়িতে হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করছে। সম্প্রতি উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির আশা প্রকাশ করেছে, তবে মতপার্থক্য রয়ে গেছে।
ইসরায়েল বলছে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। অন্যদিকে হামাস বলছে, ইসরায়েল নতুন শর্ত আরোপ করে চুক্তি বিলম্বিত করছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করেছিল। এরপর নভেম্বর ২০২৩-এর একটি যুদ্ধবিরতিতে ১০০-এর বেশি জিম্মি মুক্তি পায়। তবে এখনো গাজায় প্রায় ১০০ জন জিম্মি রয়েছেন বলে দাবি করছে ইসরায়েল।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৫ মিনিট আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৩০ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩৭ মিনিট আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
৩৯ মিনিট আগে