অনলাইন ডেস্ক
এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। মার্কিন সশস্ত্রবাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কিন্তু হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম।
মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জাহাজেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’
সেন্টকম আরও জানিয়েছে, ‘ক্রুরা জাহাজটি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজগুলো এই হামলার জবাবে সাড়া দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।’ এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। সেন্টকম আরও বলেছে, ‘হুতিদের এই বেপরোয়া হামলা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছিল।
এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি হুতি গোষ্ঠী ঘোষণা দিয়েছিল, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তারপর থেকে নিয়মিতই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।
এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। মার্কিন সশস্ত্রবাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কিন্তু হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম।
মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জাহাজেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’
সেন্টকম আরও জানিয়েছে, ‘ক্রুরা জাহাজটি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজগুলো এই হামলার জবাবে সাড়া দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।’ এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। সেন্টকম আরও বলেছে, ‘হুতিদের এই বেপরোয়া হামলা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছিল।
এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি হুতি গোষ্ঠী ঘোষণা দিয়েছিল, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তারপর থেকে নিয়মিতই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পুরোনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এবারও তিনি আরব ও মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছেন। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর জারি করা একটি আদেশ থেকে এ ধরনের
৬ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত বাস্তবায়নের জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই শোধনাগারটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হামবানটোটায় নির্মিত হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে...
১০ ঘণ্টা আগে