এক্সিওসের প্রতিবেদন
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আবারও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে—কয়েক দিন আগেই ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল তেহরান আগামী কয়েক দিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা।
বিগত কয়েক মাসে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ, গত ২৬ ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরান এই হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি সূত্র জানিয়েছে, তেহরান এবার ইসরায়েলের ওপর আক্রমণের ক্ষেত্রে ইরাকে অবস্থিত ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ব্যবহার করতেতে পারে।
সূত্র জানিয়েছে, মূলত ইরানের ভূখণ্ড থেকে যাতে সরাসরি আক্রমণ চালানো না হয় এবং ইরানে ইসরায়েলের পাল্টা আক্রমণ এড়ানো যায়—এ লক্ষ্যেই তেহরান এমনটা করতে পারে। সূত্র আরও জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে, ইরাক থেকে একটি বড় সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হতে পারে।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলে ফের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তবে দেশটি তা দ্রুতই বাস্তবায়ন করবে। ওই কর্মকর্তা আরও জানান, তবে যুক্তরাষ্ট্র এখনো জানে না যে, ইরান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি গত বৃহস্পতিবার বলেছেন, গত সপ্তাহে ইসরায়েল ইরানে আক্রমণ করে একটি ‘বড় ভুল’ করেছে এবং ইরানের প্রতিক্রিয়া এমন হবে যা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। এ ছাড়া, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক উচ্চপদস্থ ইরানি সূত্র জানিয়েছে, ইরান ইসরায়েলকে ‘নিশ্চিত ও বেদনাদায়ক’ একটি প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছে যা সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হবে।
ইরানের সর্বোচ্চ নেতার প্রধান সহকারী মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনকে গত বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলি হামলার বিপরীতে ইরানের প্রতিশোধ নিশ্চিত এবং এটি হবে ব্যাপক ‘শক্তিশালী’, যা ‘আমাদের শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে।’
ইসরায়েল গত সপ্তাহে প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানে আক্রমণ চালায়। এই আক্রমণে ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। তবে দেশটির পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রগুলোকে হামলা চালায়নি ইসরায়েল।
ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণে ক্ষয়ক্ষতি সীমিত। পাশাপাশি দেশটি প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের এই আক্রমণটি তিন সপ্তাহ আগে দেশটিতে ইরানের ১৮০ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে চালানো হয়। সে সময় ইসরায়েল দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আবারও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে—কয়েক দিন আগেই ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল তেহরান আগামী কয়েক দিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা।
বিগত কয়েক মাসে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ, গত ২৬ ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরান এই হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি সূত্র জানিয়েছে, তেহরান এবার ইসরায়েলের ওপর আক্রমণের ক্ষেত্রে ইরাকে অবস্থিত ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ব্যবহার করতেতে পারে।
সূত্র জানিয়েছে, মূলত ইরানের ভূখণ্ড থেকে যাতে সরাসরি আক্রমণ চালানো না হয় এবং ইরানে ইসরায়েলের পাল্টা আক্রমণ এড়ানো যায়—এ লক্ষ্যেই তেহরান এমনটা করতে পারে। সূত্র আরও জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে, ইরাক থেকে একটি বড় সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হতে পারে।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলে ফের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তবে দেশটি তা দ্রুতই বাস্তবায়ন করবে। ওই কর্মকর্তা আরও জানান, তবে যুক্তরাষ্ট্র এখনো জানে না যে, ইরান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি গত বৃহস্পতিবার বলেছেন, গত সপ্তাহে ইসরায়েল ইরানে আক্রমণ করে একটি ‘বড় ভুল’ করেছে এবং ইরানের প্রতিক্রিয়া এমন হবে যা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। এ ছাড়া, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক উচ্চপদস্থ ইরানি সূত্র জানিয়েছে, ইরান ইসরায়েলকে ‘নিশ্চিত ও বেদনাদায়ক’ একটি প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছে যা সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হবে।
ইরানের সর্বোচ্চ নেতার প্রধান সহকারী মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনকে গত বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলি হামলার বিপরীতে ইরানের প্রতিশোধ নিশ্চিত এবং এটি হবে ব্যাপক ‘শক্তিশালী’, যা ‘আমাদের শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে।’
ইসরায়েল গত সপ্তাহে প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানে আক্রমণ চালায়। এই আক্রমণে ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। তবে দেশটির পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রগুলোকে হামলা চালায়নি ইসরায়েল।
ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণে ক্ষয়ক্ষতি সীমিত। পাশাপাশি দেশটি প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের এই আক্রমণটি তিন সপ্তাহ আগে দেশটিতে ইরানের ১৮০ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে চালানো হয়। সে সময় ইসরায়েল দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে