অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মহল এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র—কারও কথাই শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় অভিযান চালাবেন। এ ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তাও উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু গত রোববার তিনি বলেন, ‘আমরা সেখানে (রাফাহ) যাচ্ছি। আমরা গাজা ছাড়ছি না।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমার একটি সর্বোচ্চ সীমা আছে। আমার ক্ষেত্রে সেই সর্বোচ্চ সীমাটা হলো, ৭ অক্টোবরের মতো কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যেকোনো পদক্ষেপ নেওয়া।’
রাফাহে এখন সবচেয়ে বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বসবাস। সেখানে অভিযান চালালে ফিলিস্তিনিরা শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলবে, এটা দীর্ঘ সময় ধরেই বলে আসছে আন্তর্জাতিক মহল। তবে এরপরও সেখানে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযান হয়তো দুই মাসের বেশি স্থায়ী হবে না।
এদিকে জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর গাজা নীতির সমালোচনা করেছিলেন। রোববার দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের এসব কথার জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি না তিনি (বাইডেন) কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি এটি মনে করে থাকেন, ইসরায়েলিদের সামগ্রিক ইচ্ছার বিপরীতে গিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি এবং এই নীতি গ্রহণের কারণে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তাঁর (বাইডেন) ধারণা ভুল।’
নেতানিয়াহু এমন সময়ে এ মন্তব্য করলেন পবিত্র রমজানেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রমজানের প্রথম দিনে সেখানে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত অক্টোবর থেকে ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হলেন, আর আহত হলেন ৭২ হাজার ৭৬০ জন।
এদিকে পবিত্র রমজানের বার্তা দিতে গিয়ে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজান মাস এসে গেল এ বছর। কিন্তু আমাদের হৃদয় বেদনাহত ফিলিস্তিনিদের কষ্ট-দুর্দশায়। তারা ভয়ংকর আগ্রাসনের মুখোমুখি।’
সৌদি আরবের বাদশাহ আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনুন এবং সেখানে যে জঘন্য অপরাধ হচ্ছে তা বন্ধ করুন।’
আন্তর্জাতিক মহল এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র—কারও কথাই শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় অভিযান চালাবেন। এ ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তাও উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু গত রোববার তিনি বলেন, ‘আমরা সেখানে (রাফাহ) যাচ্ছি। আমরা গাজা ছাড়ছি না।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমার একটি সর্বোচ্চ সীমা আছে। আমার ক্ষেত্রে সেই সর্বোচ্চ সীমাটা হলো, ৭ অক্টোবরের মতো কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যেকোনো পদক্ষেপ নেওয়া।’
রাফাহে এখন সবচেয়ে বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বসবাস। সেখানে অভিযান চালালে ফিলিস্তিনিরা শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলবে, এটা দীর্ঘ সময় ধরেই বলে আসছে আন্তর্জাতিক মহল। তবে এরপরও সেখানে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযান হয়তো দুই মাসের বেশি স্থায়ী হবে না।
এদিকে জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর গাজা নীতির সমালোচনা করেছিলেন। রোববার দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের এসব কথার জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি না তিনি (বাইডেন) কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি এটি মনে করে থাকেন, ইসরায়েলিদের সামগ্রিক ইচ্ছার বিপরীতে গিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি এবং এই নীতি গ্রহণের কারণে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তাঁর (বাইডেন) ধারণা ভুল।’
নেতানিয়াহু এমন সময়ে এ মন্তব্য করলেন পবিত্র রমজানেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রমজানের প্রথম দিনে সেখানে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত অক্টোবর থেকে ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হলেন, আর আহত হলেন ৭২ হাজার ৭৬০ জন।
এদিকে পবিত্র রমজানের বার্তা দিতে গিয়ে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজান মাস এসে গেল এ বছর। কিন্তু আমাদের হৃদয় বেদনাহত ফিলিস্তিনিদের কষ্ট-দুর্দশায়। তারা ভয়ংকর আগ্রাসনের মুখোমুখি।’
সৌদি আরবের বাদশাহ আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনুন এবং সেখানে যে জঘন্য অপরাধ হচ্ছে তা বন্ধ করুন।’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
১৭ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৪ ঘণ্টা আগে