Ajker Patrika

ইসরায়েলি কোনো দূতাবাসই আর নিরাপদ নয়: ইরানি জেনারেল

অনলাইন ডেস্ক
ইসরায়েলি কোনো দূতাবাসই আর নিরাপদ নয়: ইরানি জেনারেল

বিশ্বের যেখানেই ইসরায়েলি কূটনৈতিক মিশন বা দূতাবাস তার কোনোটাই আর নিরাপদ নয়। গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের দুই শীর্ষ জেনারেল নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। 

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দেওয়া এক ভাষণে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এই হুমকি দিয়েছেন। 

ইরানের এলিট বাহিনী হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল রহিম সাফাভি ইসরায়েলের ওপর প্রতিশোধ হিসেবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বলেছেন, ‘ভবিষ্যতে কী ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ 
 
খামেনির এই উপদেষ্টা বলেন, ‘ইহুদিবাদী রেজিমের কোনো দূতাবাসই এখন আর নিরাপদ নয় এবং এ কারণেই তাঁরা ভয়ে তাদের ২৮টি দূতাবাস বন্ধ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিরিয়ার ইরানি কনস্যুলেটে হামলার কারণে ইসরায়েলি সেটেলাররা (পশ্চিম তীরে) ভয়ের মধ্যে আছে।’ 
 
এ সময় ইসরায়েলিদের ইঙ্গিত করে মেজর জেনারেল রহিম সাফাভি বলেন, ‘তাঁরা এখন প্রতিরাতেই মরার দুঃস্বপ্ন দেখছে এবং বর্তমানে তারাই সবচেয়ে ভীত প্রাণী।’ এ সময় তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলকে একটি ‘কড়া থাপ্পড়’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইরানের প্রতিরোধ বাহিনী প্রতিশোধ নিতে প্রস্তুত। 

এর আগে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বর্তমান প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, ‘পবিত্র ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুদের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। আমাদের সাহসী সদস্যরা অবশ্যই ইহুদিবাদী রেজিমকে শাস্তি দেবে।’ 

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পাঁচজন সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। 

তবে এই হামলার দায় ইসরায়েল নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি। তবে এর পেছনে ইসরায়েলি বিমানবাহিনীই ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত