অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজা উপত্যকার জনাকীর্ণ রাফাহ অঞ্চলে বিমান হামলা করেছে ইসরায়েল। মিসরের সীমান্তবর্তী শহরটিতে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নেওয়ায় সেখানে হামলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় অঞ্চলটিতে স্থল অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে পুনরায় ভাবতে বলেছে যুক্তরাষ্ট্র।
গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার অঞ্চলটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য ফিলিস্তিনি। তাঁরাসহ রাফাহ শহরে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
এদিকে, রাফাহে ঘনবসতি হওয়ায় সেখানে যেকোনো ধরনের অভিযান না চালাতে ইসরায়েলকে অনুরোধ করে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তবে ইসরায়েল বলছে, অঞ্চলটিতে হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। হামাস যোদ্ধাদের এক-ষষ্ঠাংশ সেখানে অবস্থান করছে। যুদ্ধের মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চায় নেতানিয়াহুর সরকার।
গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, এই হামলায় নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু। হামলার মাধ্যমে রাফাহ শহরকে ইসরায়েল ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কারও অনুমতির অপেক্ষা না করে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া এড়াতে ঘোষণা ছাড়াই রাফাহে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল।
অপরদিকে, রাফাহে বড় ধরনের স্থল অভিযানের বিপক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস গত সোমবার বলেছে, অঞ্চলটিতে সেনা বা ট্যাংক নামানো ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত হবে। এর আগে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন বাইডেন। হামাস নির্মূলে এ সময় বিকল্প উপায় অবলম্বনের পক্ষে গুরুত্ব দেন বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এরই মধ্যে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার এবং সামরিক শাখার ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের উপপ্রধান মারওয়ান ইসা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় এক সপ্তাহ আগে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে নিহত হন মারওয়ান। তবে বিষয়টি এখনো ধোঁয়াটে। হামাস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
তবে এত কিছুর মধ্যেও কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিরতি নিয়ে আলোচনা চলছে। আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী মধ্যস্থতাকারীরা। গতকাল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার এ পর্যায়ে খুব শিগগিরই পাল্টা প্রস্তাব জানাবে হামাস। ইসরায়েলের পক্ষে একটি কারিগরি দল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছে।
হামাস নির্মূলের কথা বলে গত সোমবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় অভিযান চালায় ইসরায়েল। এই অভিযানে হামাসের জ্যেষ্ঠ নেতাসহ ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এ ছাড়া দুই শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজা উপত্যকার জনাকীর্ণ রাফাহ অঞ্চলে বিমান হামলা করেছে ইসরায়েল। মিসরের সীমান্তবর্তী শহরটিতে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নেওয়ায় সেখানে হামলায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় অঞ্চলটিতে স্থল অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে পুনরায় ভাবতে বলেছে যুক্তরাষ্ট্র।
গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার অঞ্চলটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য ফিলিস্তিনি। তাঁরাসহ রাফাহ শহরে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
এদিকে, রাফাহে ঘনবসতি হওয়ায় সেখানে যেকোনো ধরনের অভিযান না চালাতে ইসরায়েলকে অনুরোধ করে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তবে ইসরায়েল বলছে, অঞ্চলটিতে হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। হামাস যোদ্ধাদের এক-ষষ্ঠাংশ সেখানে অবস্থান করছে। যুদ্ধের মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চায় নেতানিয়াহুর সরকার।
গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, এই হামলায় নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু। হামলার মাধ্যমে রাফাহ শহরকে ইসরায়েল ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কারও অনুমতির অপেক্ষা না করে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া এড়াতে ঘোষণা ছাড়াই রাফাহে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল।
অপরদিকে, রাফাহে বড় ধরনের স্থল অভিযানের বিপক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস গত সোমবার বলেছে, অঞ্চলটিতে সেনা বা ট্যাংক নামানো ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত হবে। এর আগে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন বাইডেন। হামাস নির্মূলে এ সময় বিকল্প উপায় অবলম্বনের পক্ষে গুরুত্ব দেন বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এরই মধ্যে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার এবং সামরিক শাখার ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের উপপ্রধান মারওয়ান ইসা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় এক সপ্তাহ আগে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে নিহত হন মারওয়ান। তবে বিষয়টি এখনো ধোঁয়াটে। হামাস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
তবে এত কিছুর মধ্যেও কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিরতি নিয়ে আলোচনা চলছে। আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী মধ্যস্থতাকারীরা। গতকাল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার এ পর্যায়ে খুব শিগগিরই পাল্টা প্রস্তাব জানাবে হামাস। ইসরায়েলের পক্ষে একটি কারিগরি দল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছে।
হামাস নির্মূলের কথা বলে গত সোমবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় অভিযান চালায় ইসরায়েল। এই অভিযানে হামাসের জ্যেষ্ঠ নেতাসহ ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এ ছাড়া দুই শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৩২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
১ ঘণ্টা আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে