সৌদি আরবে সশস্ত্র বাহিনীর ‘রাষ্ট্রদ্রোহী’ ২ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০৮
Thumbnail image

রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সশস্ত্র বাহিনীর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ওই দুজনের প্রকৃত অপরাধের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই সেনাসদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল মাজিদ বিন মুসা আওয়াদ আল-বালি এবং স্টাফ সার্জেন্ট ইউসুফ বিন রিদা হাসান আল-আজুনি। ২০১৭ সালে প্রথমবারের মতো তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। সে বছরই তাঁদের গ্রেপ্তার করে বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল মাজিদ বিন মুসা আওয়াদ আল-বালি এবং স্টাফ সার্জেন্ট ইউসুফ বিন রিদা হাসান আল-আজুনিকে জাতীয় স্বার্থ রক্ষা এবং সামরিক বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে ওই দুই সৈনিকের প্রকৃত অপরাধের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে সময়টাতে এ দুই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়, সে সময় দেশটি প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত ছিল। সে সময় ‘শত্রুদের সঙ্গে সহযোগিতা করার’ অপরাধে ২০২১ সালে আরও তিন সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। 

উল্লেখ্য, বিশ্বের যেসব দেশ ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে, সৌদি আরব সেই দেশগুলোর মধ্যে একটি। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, ২০২২ সালে দেশটি ১৯৬ জনকে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরব ২০২২ সালে তৃতীয় অবস্থানে ছিল। প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইরান ও চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত