Ajker Patrika

ইসরায়েলে নিষিদ্ধ ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা

অনলাইন ডেস্ক    
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯: ৩৩
ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণ সহায়তা দিয়ে যাওয়া জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণ সহায়তা দিয়ে যাওয়া জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএ-কে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি। 

ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএ-কে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

গতকাল সোমবার এই বিলটি পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো—যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই বিল পাশের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে, গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান তাও ঝুঁকির মুখে পড়তে পারে। 

ইসরায়েলি এই নিষেধাজ্ঞার ফলে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল অর্থাৎ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ গাজায় ইউএনআরডব্লিএ-এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে নির্ধারিত ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। 

ইউএনআরডব্লিএ গাজায় মানবিক সাহায্য পরিচালনার শীর্ষ সংস্থা। এটি এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি আক্রমণে শত শত ইউএনআরডব্লিএ কর্মী নিহত হয়েছেন। 

ইউএনআরডব্লিএ প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা এক বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে। এটি ইউএনআরডব্লিএ-কে অবমূল্যায়ন করার প্রচারণার সর্বশেষ পদক্ষেপ... এই বিলগুলো কেবল ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে।’ 

এর আগে, ইউএনআরডব্লিএ-এর মুখপাত্র জুলিয়েট তৌমা এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ করে বলেছেন, ‘একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্র যেভাবে একটি জাতিসংঘ সংস্থাকে ভেঙে ফেলার কাজ করছে, তা লজ্জাজনক। এটি গাজায় সবচেয়ে বড় মানবিক সহায়ক সংস্থাও বটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত