আফগানিস্তানে নিজ কার্যালয়ে বিস্ফোরণ, তালেবান গভর্নর নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ২১: ০৮
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১: ৩৮

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের তালেবান গভর্নর তাঁর কার্যালয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন। ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিহত হওয়া তালেবান নেতাদের মধ্য সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হলেন মোহাম্মদ দাউদ মুজাম্মিল।

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্থানে হামলা ও সহিংসতার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। কিন্তু কিছুদিন ধরে একের পর এক হামলায় তালেবানপন্থী বিশিষ্ট ব্যক্তি এবং সহযোগীরা নিহত হয়েছেন। অনেকের দাবি এসব হামলা ইসলামিক স্টেট চালিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সর্বশেষ এ বোমা বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, বলখ প্রদেশের তালেবান গভর্নর ইসলামের শত্রুদের বোমা হামলায় শহীদ হয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে।

পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর থাকাকালে মুজাম্মিল ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। গত বছরের অক্টোবরে তাঁকে বলখে স্থানান্তর করা হয়।

বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেছেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গভর্নরের অফিসের দ্বিতীয় তলার ভেতরে এ বোমা বিস্ফোরণ হয়। এ হামলায় আরও একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।’

বিস্ফোরণে আহত খাইরুদ্দিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একটা বিস্ফোরণ হয়েছিল। আমি মাটিতে পড়ে যাই। আমি বিস্ফোরণে এক বন্ধুর হাত হারাতে দেখেছি। গভর্নর আমার অফিসে আসার পরই বিস্ফোরণ হয়।’

তবে এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এটি আত্মঘাতী হামলা। 

ঘটনার একদিন আগে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ দাবি করেছিল যে তারা বলখের রাজধানী মাজার-ই শরীফে আট ‘বিদ্রোহী ও অপহরণকারী’ হত্যা করেছে। তবে তারা কোনো ‘বিদ্রোহী’ গোষ্ঠীর সঙ্গে জড়িত তা গোপন রেখেছিল তালেবান। 

২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়েছিল। এরপর ২০২১ সালে মার্কিন সেনাবাহিনী দেশটি ছাড়ার পর এই ইসলামি গোষ্ঠী আবারও ক্ষমতায় ফিরে আসে। তারপর থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আঞ্চলিক সহযোগী আইএস–কে আফগানিস্তানের প্রধান প্রধান মসজিদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে আসছে। ইসলামিক স্টেটকে বর্তমানে তালেবানের তিক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত