মাত্র ৩ মাসে পশ্চিম তীরের ২৭৫০ একর জমি দখল করেছে ইসরায়েল 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫: ৫৭
Thumbnail image

গাজায় আগ্রাসন চালিয়ে নির্বিচারে মানুষ মারার পাশাপাশি অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি বছরই নয়, ইসরায়েল সরকার ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম তীরের গভীরে অন্তত ৫ হাজার ৯০০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পশ্চিম তীরের ২ হাজার ৭৪৩ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর মধ্যে ২ হাজার একর জমি জর্ডান উপত্যকায়, ৬৫০ একর জমি আবু দিস এলাকায় এবং ৪৩ একর জমি দক্ষিণ পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত। 

পিস নাউয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি দখল করেছে ইসরায়েল, তা এই রাষ্ট্রটির যেকোনো বছর দখল করা ফিলিস্তিনি জমির ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে, ১৯৯৯ সালে ইসরায়েল সরকার ১ হাজার ২৮৫ একর জমি খাসজমি ঘোষণা দিয়ে দখল করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত