অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০টি দেশের ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’। মিসর সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে।
বাইতুজ জাকাত ওয়া সদাকাতের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। মিসরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমাদ মোহাম্মদ আহমাদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।
টুইটে বলা হয়েছে, ‘বাইতুজ জাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন...এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমজান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’
ওই টুইটে আরও বলা হয়েছে, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল—ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ টুইটে আরও বলা হয়, আল্লাহর নির্দেশে যতক্ষণ পর্যন্ত গাজায় জায়নবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার পুনর্গঠন শুরু না হবে ততক্ষণ এই সহায়তা চলতে থাকবে।
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০ বড় আকারের ট্রাক আছে। যাতে ২ হাজার টন ত্রাণসহায়তা বহন করা হচ্ছে। সোমবারই ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়।
এর আগেও, বাইতুজ জাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০টি দেশের ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’। মিসর সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে।
বাইতুজ জাকাত ওয়া সদাকাতের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। মিসরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমাদ মোহাম্মদ আহমাদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।
টুইটে বলা হয়েছে, ‘বাইতুজ জাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন...এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমজান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’
ওই টুইটে আরও বলা হয়েছে, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল—ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ টুইটে আরও বলা হয়, আল্লাহর নির্দেশে যতক্ষণ পর্যন্ত গাজায় জায়নবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার পুনর্গঠন শুরু না হবে ততক্ষণ এই সহায়তা চলতে থাকবে।
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০ বড় আকারের ট্রাক আছে। যাতে ২ হাজার টন ত্রাণসহায়তা বহন করা হচ্ছে। সোমবারই ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়।
এর আগেও, বাইতুজ জাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে