অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০টি দেশের ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’। মিসর সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে।
বাইতুজ জাকাত ওয়া সদাকাতের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। মিসরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমাদ মোহাম্মদ আহমাদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।
টুইটে বলা হয়েছে, ‘বাইতুজ জাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন...এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমজান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’
ওই টুইটে আরও বলা হয়েছে, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল—ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ টুইটে আরও বলা হয়, আল্লাহর নির্দেশে যতক্ষণ পর্যন্ত গাজায় জায়নবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার পুনর্গঠন শুরু না হবে ততক্ষণ এই সহায়তা চলতে থাকবে।
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০ বড় আকারের ট্রাক আছে। যাতে ২ হাজার টন ত্রাণসহায়তা বহন করা হচ্ছে। সোমবারই ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়।
এর আগেও, বাইতুজ জাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০টি দেশের ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’। মিসর সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে।
বাইতুজ জাকাত ওয়া সদাকাতের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। মিসরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমাদ মোহাম্মদ আহমাদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।
টুইটে বলা হয়েছে, ‘বাইতুজ জাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন...এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমজান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’
ওই টুইটে আরও বলা হয়েছে, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল—ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ টুইটে আরও বলা হয়, আল্লাহর নির্দেশে যতক্ষণ পর্যন্ত গাজায় জায়নবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার পুনর্গঠন শুরু না হবে ততক্ষণ এই সহায়তা চলতে থাকবে।
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০ বড় আকারের ট্রাক আছে। যাতে ২ হাজার টন ত্রাণসহায়তা বহন করা হচ্ছে। সোমবারই ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়।
এর আগেও, বাইতুজ জাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৬ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১২ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
২১ মিনিট আগে