সিরিয়ার সব সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী ভেঙে দেওয়া হবে: জোলানি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮: ৫২
Thumbnail image
হায়াত তাহরির আল-শামের নেতা আল-জোলানি। ছবি: এএফপি

সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া হবে। এমনকি এসব বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্রবাহিনীতেও নেওয়া হবে না। দেশটির অন্তর্বর্তী সরকারের পর্যালোচনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আল-শারা নিশ্চিত করেছেন যে, ‘বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না, কেবল কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য তা (বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ) বাধ্যতামূলক হবে।’

আল-শারা আরও বলেন, সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন। তিনি উল্লেখ করেছেন, ‘প্রধান অগ্রাধিকার হলো ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে আনা।’ আল-শারা আরও নিশ্চিত করেছেন, ‘সিরিয়ায় সব গোষ্ঠী বিলুপ্ত হবে এবং নতুন সিরিয়ান রাষ্ট্র ছাড়া কারও হাতে অস্ত্র থাকবে না।’

এদিকে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত জারি করেছে আমদানির সুবিধার জন্য। এই সিদ্ধান্তের আলোকে আমদানিকারকেরা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অনুমোদিত পণ্য আমদানির জন্য দেশের বাইরে অর্থ পাঠাতে পারবেন। তবে অর্থপাচার সম্পর্কিত আন্তর্জাতিক বা স্থানীয় বিধির সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আমদানিকারককে আইনের আওতায় আনা হবে।

আহমদ আল-শারা সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান। এই গোষ্ঠীই গত সপ্তাহে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। যার মাধ্যমে আসাদ পরিবারের পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে।

এর আগে, গত শনিবার এইচটিএসের এই নেতা বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ এবং সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়ার বর্তমান অবস্থা নতুন কোনো সংঘাতের অনুমতি দেয় না। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দেশের পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করা, এমন কোনো বিরোধে জড়ানো নয় যা আরও ধ্বংস ডেকে আনতে পারে।’ আল-শারা জোর দিয়ে বলেন, ‘কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।’ তবে তিনি সতর্ক করেন যে, ‘অপরিকল্পিত সামরিক অভিযান’ কারও জন্য লাভজনক হবে না।

এদিকে, সিরিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেন। প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের পক্ষে যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছিল। সম্প্রতি রাশিয়া ক্ষমতাচ্যুত আসাদকে আশ্রয় দিয়েছে। এ বিষয়ে শারা বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এমনভাবে পরিচালিত হওয়া উচিত যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক সতর্কতার সঙ্গে পরিচালনার দাবি রাখে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত