সোমবার শাওয়ালের চাঁদ দেখতে বললেন সৌদি সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২: ০৮
Thumbnail image

স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে। 

সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। 

বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে। 

মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়। 

গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। 

এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত