অনলাইন ডেস্ক
এবার সিরিয়ায় বিমান হামলা চালাল ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর দুটি বিমানবন্দরে এই হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর জানিয়েছে। হামলার পর বিমানবন্দর দুটি এখন কার্যত বন্ধ হয়ে গেছে।
সিরিয়ার চ্যানেল শাম এফএম জানিয়েছে, হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সচল করা হয়েছে এবং বিমানবন্দর দুটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ বিষয়ে এক প্রতিবেদনে ভারতীয় এনডিটিভি জানায়, ইসরায়েলকে মোকাবিলায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। ওই ফোন কলের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে সিরিয়ায় এক দশকেরও বেশি সময়ের যুদ্ধ চলাকালীন ইসরায়েল অসংখ্যবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে। মূলত ইরান-সমর্থিত গেরিলা বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ওই হামলাগুলো চালানো হয়েছে। ইসরায়েলি হামলার কারণে এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো ও দামেস্কের বিমানবন্দরের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটেছে হামাসের সঙ্গে সংঘাত শুরুর ষষ্ঠ দিনের মাথায়।
সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েল বরাবরই চুপচাপ থাকে। এ বিষয়ে তারা মন্তব্য করতে চায় না। তবে ইসরায়েলের কর্তৃপক্ষ প্রায় সময়ই বলে এসেছে যে তারা তাদের চিরশত্রু ইরানকে সিরিয়ায় প্রসারিত হতে দেবে না।
এবার সিরিয়ায় বিমান হামলা চালাল ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর দুটি বিমানবন্দরে এই হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর জানিয়েছে। হামলার পর বিমানবন্দর দুটি এখন কার্যত বন্ধ হয়ে গেছে।
সিরিয়ার চ্যানেল শাম এফএম জানিয়েছে, হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সচল করা হয়েছে এবং বিমানবন্দর দুটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ বিষয়ে এক প্রতিবেদনে ভারতীয় এনডিটিভি জানায়, ইসরায়েলকে মোকাবিলায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। ওই ফোন কলের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে সিরিয়ায় এক দশকেরও বেশি সময়ের যুদ্ধ চলাকালীন ইসরায়েল অসংখ্যবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে। মূলত ইরান-সমর্থিত গেরিলা বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ওই হামলাগুলো চালানো হয়েছে। ইসরায়েলি হামলার কারণে এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো ও দামেস্কের বিমানবন্দরের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটেছে হামাসের সঙ্গে সংঘাত শুরুর ষষ্ঠ দিনের মাথায়।
সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েল বরাবরই চুপচাপ থাকে। এ বিষয়ে তারা মন্তব্য করতে চায় না। তবে ইসরায়েলের কর্তৃপক্ষ প্রায় সময়ই বলে এসেছে যে তারা তাদের চিরশত্রু ইরানকে সিরিয়ায় প্রসারিত হতে দেবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২০ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে