Ajker Patrika

লোহিতসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৯
লোহিতসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা 

লোহিতসাগরে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার গোষ্ঠীটি গালফ অব এডেন বা এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। এই হামলার পরপরই ব্রিটিশ ওই ট্যাংকারে আগুন ধরে যায়। লোহিতসাগরের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথটিতে এটিই হুতিদের সর্বশেষ হামলা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একই লোহিতসাগরে টহলরত মার্কিন সশস্ত্র বাহিনী হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরপরই ব্রিটিশ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এর আগে ব্রিটিশ ও মার্কিন বাহিনী যৌথভাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে দুই দিনে একাধিকবার হামলা চালিয়েছে। 

মধ্যপ্রাচ্যের জলপথের ওপর তদারকি করা ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, এডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল এবং হামলার পর তাতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক জলপথ নিয়ে কাজ করা বেসরকারি গোয়েন্দা সংস্থা রিস্ক মনিটর বলছে, ইয়েমেনি বন্দর এডেনের দক্ষিণ-পূর্বে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে যায়। 

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ব্রিটিশ তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে পুড়ে যায়। 

এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যখন হামলা শুরু হয়, তখনই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ঠিক সেই লক্ষণই দেখা যাচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জের গড়িয়েছে লোহিতসাগরে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সঙ্গে যোগ দিয়েছে লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও। 

লোহিতসাগরে হামলার খেসারত দিতে হচ্ছে সারা বিশ্বকেই। এই রুট হয়ে পণ্য আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা জোট বাহিনী হুতিদের ওপর হামলা চালাচ্ছে, তবে সমাধান আসছে না। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দিন গড়াচ্ছে, আর চড়ছে পণ্যের বাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত