অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির পক্ষে তাঁর দৃঢ় অবস্থান জানিয়েছে। হামাসও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, গোষ্ঠীটি এই প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির খসড়াটি সমর্থন পায়। মার্কিন প্রস্তাব অনুসারে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি, নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত আছে এই প্রস্তাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও ১০ অস্থায়ী সদস্য দেশের মধ্যে রাশিয়া ছাড়া সব দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ভেটো না দিলেও এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি সমর্থন পাওয়া একে স্বাগত জানিয়েছে হামাস। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা জাতিসংঘে সমর্থন পাওয়া মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত গোষ্ঠীটি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রস্তাবের পক্ষে তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। এমনটাই জানিয়েছেন ব্লিঙ্কেন। যদিও নেতানিয়াহু বারবার প্রকাশ্যে বলেছেন, গাজায় হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
গতকাল সোমবার পূর্ব জেরুসালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানান, নেতানিয়াহু গতকাল জেরুজালেমে তাদের বৈঠকের সময় গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ‘তাঁর প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন।’ ব্লিঙ্কেন বলেন, ‘আমি গত রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেছি এবং তিনি প্রস্তাবের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’ এ সময় তিনি বলেন, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়ার পর তা হামাস স্বাগত জানানোয় একটি ‘আশাব্যাঞ্জক’ লক্ষণ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির পক্ষে তাঁর দৃঢ় অবস্থান জানিয়েছে। হামাসও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, গোষ্ঠীটি এই প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির খসড়াটি সমর্থন পায়। মার্কিন প্রস্তাব অনুসারে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি, নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত আছে এই প্রস্তাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও ১০ অস্থায়ী সদস্য দেশের মধ্যে রাশিয়া ছাড়া সব দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ভেটো না দিলেও এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি সমর্থন পাওয়া একে স্বাগত জানিয়েছে হামাস। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা জাতিসংঘে সমর্থন পাওয়া মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত গোষ্ঠীটি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রস্তাবের পক্ষে তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। এমনটাই জানিয়েছেন ব্লিঙ্কেন। যদিও নেতানিয়াহু বারবার প্রকাশ্যে বলেছেন, গাজায় হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
গতকাল সোমবার পূর্ব জেরুসালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানান, নেতানিয়াহু গতকাল জেরুজালেমে তাদের বৈঠকের সময় গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ‘তাঁর প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন।’ ব্লিঙ্কেন বলেন, ‘আমি গত রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেছি এবং তিনি প্রস্তাবের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’ এ সময় তিনি বলেন, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়ার পর তা হামাস স্বাগত জানানোয় একটি ‘আশাব্যাঞ্জক’ লক্ষণ দেখা দিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে