Ajker Patrika

পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে সরব জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে সরব জয়শঙ্কর

ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ। এ জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। ৯ বছর পর পাকিস্তানে গিয়ে আবারও একই ইস্যু তুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার তিনি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চললে বাণিজ্য বাড়বে না। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩ তম সম্মেলন। গত মঙ্গলবার রাতে এই সম্মেলন উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্মেলনে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন এস জয়শঙ্কর। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই সম্মেলনে যোগ দিয়ে গতকাল জয়শঙ্কর বলেন, ‘আমাদের প্রচেষ্টা তখনই অগ্রসর হবে, যখন সনদের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। এটা অবধারিতভাবে সত্য যে উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।’ 

সম্মেলনে তিন শত্রুর কথা তুলে ধরেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমাদের সীমান্তে যদি সন্ত্রাসবাদ চালু থাকে, উগ্রবাদ চলতে থাকে এবং বিচ্ছিন্নবাদীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তবে বাণিজ্য, এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক শক্তিশালী করা, যোগাযোগ এবং মানুষে মানুষে সম্পর্ক উন্নয়ন কঠিন।’ 

এ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, যদি আস্থার অভাব হয় বা সহযোগিতা অপর্যাপ্ত হয়, যদি বন্ধুত্ব কমে যায় এবং যে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাতে ঘাটতি দেখা দেয়। তবে অবশ্যই আত্মবিশ্লেষণ করতে হবে এবং সমাধানের পথ খুঁজতে হবে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন শাহবাজ শরিফ। সম্মেলনে তিনি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন ইস্যু তুলে ধরেছেন। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বও তুলে ধরেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত