অনলাইন ডেস্ক
জেলের ভেতর থেকেই নিজের দলকে যেখানেই সরকার গঠন করা হবে সেখানেই কাজ করার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জাতীয় পরিষদ সরকার গঠনে ওমর আইয়ুবকে প্রার্থী করেছে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুরে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশেই ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে পিটিআই। দলটির নেতা আসাদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আইয়ুব খানের নাতি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সার। সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদ। তিনি জানান, ভোট ডাকাতির বিষয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করার জন্য ইমরান খান তাঁকে দায়িত্ব দিয়েছেন।
আসাদ আরও জানান, ভোট ডাকাতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কবে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিন ক্ষণ ঘোষণা করবেন ইমরান খান। তিনি বলেন, ‘আমাদের দলের ম্যান্ডেট চুরি হয়ে গেছে।’
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। নির্বাচনে প্রতীক বরাদ্দ না পাওয়া ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২টি আসন নিশ্চিত করেছে। নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছে ৭৫টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪ আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য ইমরান বিরোধী বড় দুটি দল কাজ করছে। নওয়াজের দল পিএমএল-এন শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ঘোষণা দিয়েছে।
জেলের ভেতর থেকেই নিজের দলকে যেখানেই সরকার গঠন করা হবে সেখানেই কাজ করার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জাতীয় পরিষদ সরকার গঠনে ওমর আইয়ুবকে প্রার্থী করেছে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুরে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশেই ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে পিটিআই। দলটির নেতা আসাদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আইয়ুব খানের নাতি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সার। সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদ। তিনি জানান, ভোট ডাকাতির বিষয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করার জন্য ইমরান খান তাঁকে দায়িত্ব দিয়েছেন।
আসাদ আরও জানান, ভোট ডাকাতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কবে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিন ক্ষণ ঘোষণা করবেন ইমরান খান। তিনি বলেন, ‘আমাদের দলের ম্যান্ডেট চুরি হয়ে গেছে।’
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। নির্বাচনে প্রতীক বরাদ্দ না পাওয়া ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২টি আসন নিশ্চিত করেছে। নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছে ৭৫টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪ আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য ইমরান বিরোধী বড় দুটি দল কাজ করছে। নওয়াজের দল পিএমএল-এন শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ঘোষণা দিয়েছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৪ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৪ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ ঘণ্টা আগে