অনলাইন ডেস্ক
পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৪ জন। দেশটির গণমাধ্যম ডন জানায়, স্থানীয় সময় রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কাল্লর কাহার এলাকায় কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।
চাকওয়ালের ডেপুটি কমিশনার ডনকে বলেন, ‘গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়।’
চাকওয়ালের ডিসি আরও জানিয়েছেন, নারী, শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় থাকা কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। বাকিদের কাল্লর কাহারের তেহশিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৪ জন। দেশটির গণমাধ্যম ডন জানায়, স্থানীয় সময় রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কাল্লর কাহার এলাকায় কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।
চাকওয়ালের ডেপুটি কমিশনার ডনকে বলেন, ‘গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়।’
চাকওয়ালের ডিসি আরও জানিয়েছেন, নারী, শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় থাকা কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। বাকিদের কাল্লর কাহারের তেহশিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৩০ মিনিট আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
১ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
১ ঘণ্টা আগে