অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
১ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
২ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
২ ঘণ্টা আগে