অনলাইন ডেস্ক
আগামী ২ নভেম্বর থেকে হাজার হাজার আফগান নাগরিকসহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করবে পাকিস্তান। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য ঘোষিত ডেডলাইন বুধবারই শেষ হচ্ছে। এটি উল্লেখ করে এক ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেছেন, ‘স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য আর মাত্র দুই দিন বাকি।’
তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর থেকে আমাদের দীর্ঘ এ অভিযান শুরু হবে। আমরা কোনো শরণার্থীকে ফেরত পাঠাচ্ছি না। শুধু যারা অবৈধভাবে আছেন তাঁদের পাকিস্তান ছেড়ে যেতে হবে।’
পাকিস্তানে ৪০ লাখেরও বেশি আফগান অভিবাসী ও শরণার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখই অবৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকে পাকিস্তানেই জন্মেছে এবং এখানেই জীবন কাটিয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতে ইসলামাবাদ সব অবৈধ অভিবাসীকে আগামী ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
ইসলামাবাদ বলছে, আফগান শরণার্থীদের মধ্যে অনেকে অপরাধ, পাচার ও আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরে ২৪ টির মধ্যে ১৪টি আত্মঘাতী বোমা হামলাতেই আফগানদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে।
তবে এ দাবি অস্বীকার করে কাবুল বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের নিজস্ব বিষয়।
যেসব অভিবাসী স্বেচ্ছায় পাকিস্তান ছেড়ে যেতে চায় তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুই থেকে তিন দিনের খাদ্য ও স্বাস্থ্য সুবিধা দেওয়ার চেষ্টা করব।’
আগামী ২ নভেম্বর থেকে হাজার হাজার আফগান নাগরিকসহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করবে পাকিস্তান। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য ঘোষিত ডেডলাইন বুধবারই শেষ হচ্ছে। এটি উল্লেখ করে এক ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেছেন, ‘স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য আর মাত্র দুই দিন বাকি।’
তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর থেকে আমাদের দীর্ঘ এ অভিযান শুরু হবে। আমরা কোনো শরণার্থীকে ফেরত পাঠাচ্ছি না। শুধু যারা অবৈধভাবে আছেন তাঁদের পাকিস্তান ছেড়ে যেতে হবে।’
পাকিস্তানে ৪০ লাখেরও বেশি আফগান অভিবাসী ও শরণার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখই অবৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকে পাকিস্তানেই জন্মেছে এবং এখানেই জীবন কাটিয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতে ইসলামাবাদ সব অবৈধ অভিবাসীকে আগামী ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
ইসলামাবাদ বলছে, আফগান শরণার্থীদের মধ্যে অনেকে অপরাধ, পাচার ও আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরে ২৪ টির মধ্যে ১৪টি আত্মঘাতী বোমা হামলাতেই আফগানদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে।
তবে এ দাবি অস্বীকার করে কাবুল বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের নিজস্ব বিষয়।
যেসব অভিবাসী স্বেচ্ছায় পাকিস্তান ছেড়ে যেতে চায় তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুই থেকে তিন দিনের খাদ্য ও স্বাস্থ্য সুবিধা দেওয়ার চেষ্টা করব।’
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে