Ajker Patrika

তোষাখানা মামলায় ইমরান খানের আপিলের শুনানি আবারও পেছাল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬: ৩৭
তোষাখানা মামলায় ইমরান খানের আপিলের শুনানি আবারও পেছাল

তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিলের শুনানি আরও একবার পেছাল। আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আপিলের শুনানির কথা ছিল। কিন্তু মামলার প্রতিপক্ষ পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আইনজীবী অসুস্থ হওয়ায় শুনানি তিন দিন পেছানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তোষাখানা মামলায় ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। পরে তাঁকে নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা দেয় ইসিপি। পরে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায়কে বাতিল ঘোষণা করার আবেদন জানায় দলটি।

আজ সেই আপিলের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ইসিপির আইনজীবী অ্যাডভোকেট আমজাদ পারভিজ অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে না পারায় শুনানি হয়নি বলে জানিয়েছেন ইসিপির পক্ষের কনিষ্ঠ আইনজীবীরা। এ অবস্থায় আদালত এই মামলার শুনানি ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন এবং সেদিনই আপিলের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
 
এদিকে, তোষাখানা মামলার রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে। সেখান থেকে তাঁকে নেওয়া হয় কারাগারে। এর পর থেকে সেখানেই আছেন তিনি। ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত