অনলাইন ডেস্ক
পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন।
দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।
সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’
পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন।
দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।
সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৮ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১৪ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
২৩ মিনিট আগে