অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প।
ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন।
প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প।
ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন।
প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৩৫ মিনিট আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
১ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
২ ঘণ্টা আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
৩ ঘণ্টা আগে