অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে আরেকটি তোশাখানা মামলা দায়ের করা হয়েছে। দেশটির দুর্নীতি দমনকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি বা ন্যাব) আজ মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতে এই মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে অনিয়মের অভিযোগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ন্যাবের দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান। মহসিন হারুন এই মামলার তদন্ত কর্মকর্তা এবং ওয়াকার হাসান এই মামলার তত্ত্বাবধায়ক।
মামলার নথি অনুসারে, ইমরান খান ও তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলাটি দায়ের করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতের রেজিস্ট্রার বিভাগ এই মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে পাঠাবে।
ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত ১৩ জুলাই ইমরান খান ও তাঁর স্ত্রীকে ইদ্দত মামলায় খালাস দেওয়ার পরপরই নতুন তোশাখানা মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মাত্র এক দিন আগেই আরেকটি তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে আরেকটি তোশাখানা মামলা দায়ের করা হয়েছে। দেশটির দুর্নীতি দমনকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি বা ন্যাব) আজ মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতে এই মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে অনিয়মের অভিযোগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ন্যাবের দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান। মহসিন হারুন এই মামলার তদন্ত কর্মকর্তা এবং ওয়াকার হাসান এই মামলার তত্ত্বাবধায়ক।
মামলার নথি অনুসারে, ইমরান খান ও তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলাটি দায়ের করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতের রেজিস্ট্রার বিভাগ এই মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে পাঠাবে।
ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত ১৩ জুলাই ইমরান খান ও তাঁর স্ত্রীকে ইদ্দত মামলায় খালাস দেওয়ার পরপরই নতুন তোশাখানা মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মাত্র এক দিন আগেই আরেকটি তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে