Ajker Patrika

স্ত্রীর নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে যে হুমকি দিলেন কারাবন্দী ইমরান

অনলাইন ডেস্ক
স্ত্রীর নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে যে হুমকি দিলেন কারাবন্দী ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, তাঁর স্ত্রী বুশরা বিবির কিছু হলে তার জন্য দায়ী হবেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের ভেরিফায়েড পেইজে শেয়ার করা এক টুইটে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে পিটিআই। 

টুইট অনুসারে ইমরান খান বলেছেন, ‘জেনারেল অসীম মুনির সরাসরি আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত। বিচারক বলেছেন যে, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে এই সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে। আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি অসীম মুনিরকে দায়ী করব। আমি আমৃত্যু অসীম মুনিরের পেছনে লেগে থাকব এবং তাঁর অসাংবিধানিক ও বেআইনি কাজগুলো ফাঁস করব।’ 

আজ মঙ্গলবার রাত ৩টা ১৯ মিনিটের দিকে টুইটটি শেয়ার করা হয়। মূলত ইমরান খানের মুখপাত্র ইন্তেজার হোসাইন পাঞ্জুথার একটি টুইট শেয়ার দিয়ে তার ক্যাপশনে ইমরান খানের এই উদ্ধৃতি লেখা হয়। পাঞ্জুথার টুইটে ইমরান খানের স্ত্রী বুশরার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

এর আগে, গত ১ এপ্রিল তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমের ফারুক, বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোশাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এই নির্দেশ দেন। 

চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতিবিরোধী বিশেষ আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে পরবর্তী ১০ বছরের জন্য যেকোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য বলে ঘোষণা দেন এবং প্রায় ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ারও নির্দেশ দেন। 

পরে ১ ফেব্রুয়ারি আরেকটি আদালত ইমরান খান ও বুশরা বিবির বিয়ে-সংক্রান্ত ইদ্দত মামলায় এই দুজনকে আরও সাত বছর করে কারাদণ্ড দেন। এই দুই মামলারও আগে, সাইফার মামলায় ইমরান খান ও তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়। 

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো অভিযোগ আনে যে ইমরান খান সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত এক সেট গয়নার দাম কম করে দেখানো হয়েছে অভিযোগ এনে নতুন মামলা দায়ের করে। পরে চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই মামলায় অভিযুক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত